পপুলা২৪ নিউজ প্রতিবেদক :
আসছে বাজেটে (২০১৭-১৮) সরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি পাঁচগুণ বাড়ানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে এনজিও কর্মীদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি এ কথা জানান।
আলোচনা সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী বর্তমান ফি’র চেয়ে দুইগুণ বাড়নোর প্রস্তাব করলে অর্থমন্ত্রী বলেন, দুইগুণ না, পাঁচগুণ বাড়ানো হবে।