আশ্রয়কেন্দ্রে দুই লাখ ২০ হাজার মানুষ

নিজস্ব প্রতিবেদক:

ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশে ধেয়ে আসছে। এমন পরিস্থিতিতে দেশের ১৫ জেলার ৬ হাজার ৯২৫টি আশ্রয়কেন্দ্রে ২ লাখ ১৯ হাজার ৬৯০ জন আশ্রয় নিয়েছেন। জাতীয় দুর্যোগ সাড়াদান ও সমন্বয় কেন্দ্রের (এনডিআরসিসি) এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

টেলিফোনে সোমবার (২৪ অক্টোবর) বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন জেলার আশ্রয়কেন্দ্র থেকে নেওয়া তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে— খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, নোয়াখালী, লক্ষীপুর ও ফেনী— এ ১৫ জেলায় ৬ হাজার ৯২৫টি আশ্রয়কেন্দ্রে ২ লাখ ১৯ হাজার ৬৯০ জন আশ্রয় নিয়েছেন। এসব আশ্রয়কেন্দ্রে নেওয়া গবাদি পশুর সংখ্যা ৪৫ হাজার ৪৪২টি।

এসব আশ্রয়কেন্দ্রে মোট ৩৯ লাখ ৮৪ হাজার ৮৪৮ জন আশ্রয় নিতে পারবেন। বাগেরহাটে সব থেকে বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। এ জেলার ৩৪৪টি আশ্রয়কেন্দ্রে ৪৫ হাজার ১৯৮ জন আশ্রয় নিয়েছেন।

এছাড়া খুলনার ৪০৯টি আশ্রয়কেন্দ্রে ১০ হাজার ৫২০ জন, সাতক্ষীরার ৬৮৮ আশ্রয়কেন্দ্রে ৩১ হাজার, বরিশালের ৫৪১ আশ্রয়কেন্দ্রে ৮ হাজার ৮৩১ জন, পটুয়াখালীর ৭০৩ আশ্রয়কেন্দ্রে ৩১ হাজার ৩৯০ জন, ভোলার ৭৪৬ আশ্রয়কেন্দ্রে ১৭ হাজার ৬৯১ জন, পিরোজপুরের ২৬১ আশ্রয়কেন্দ্রে ৩৬ হাজার ২৩৫ জন, বরগুনার ৬৪২ আশ্রয়কেন্দ্রে ৯ হাজার ১০০ জন, ঝালকাঠির ৪৮৮ আশ্রয়কেন্দ্রে ৫ হাজার ১০০ জন, চট্টগ্রামের ৫১১ আশ্রয়কেন্দ্রে ৫ হাজার, কক্সবাজারের ৫৭৬ আশ্রয়কেন্দ্রে ৫ হাজার ৪০০ জন, চাঁদপুরের ৩৫৩ আশ্রয়কেন্দ্রে ৩৭৫ জন, নোয়াখালীর ৪০১ আশ্রয়কেন্দ্রে ৭ হাজার, লক্ষীপুরের ১৮৫ আশ্রয়কেন্দ্রে ৯৫০ জন ও ফেনীর ৭৭ আশ্রয়কেন্দ্রে ৫ হাজার ৯০০ জন আশ্রয় নিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধঘূর্ণিঝড় মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর
পরবর্তী নিবন্ধসোনার দাম কমলো