আশুলিয়ায় পাঁচ ভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ

সাভার প্রতিনিধিঃ
সাভারের আশুলিয়ায় পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসকের লাইসেন্স ও মাটি ব্যবহারের হলফনামা না থাকায় পাঁচটি ইটভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় অনুমতি না পাওয়া পর্যন্ত ভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশনা প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে আশুলিয়া বাজার ও তুরাগ এলাকায় এ অভিযান পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনোয়ার হোসেন।
ভাটাগুলোর মধ্যে আলী আশরাফ ব্রিকসকে দেড় লাখ টাকা জরিমানা ও ভাটার মুখ ভেঙ্গে দেয়া হয়, মেঘনা ব্রিকসকে এক লাখ টাকা, তুরাগ ব্রিকসকে এক লাখ টাকা, ও আশুলিয়া ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া অনুমোদন না পাওয়া পর্যন্ত ভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখা নির্দেশ প্রদান করা হয়।
আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনোয়ার হোসেন বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালানা করা হয়েছে। এসময় জেলা প্রশাসকের লাইসেন্স ও মাটি ব্যবহারের হলফনামা না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৪ এবং ১৮ ধারায় অপরাধ করায় পাঁচটি ইটভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অনুমোদন না পাওয়া পর্যন্ত ভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে। 

পূর্ববর্তী নিবন্ধএনআইডি সংক্রান্ত আবেদন দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ
পরবর্তী নিবন্ধরাশিয়া কি মার্শাল ল জারি করছে?