আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ৪ ইউনিটে উৎপাদন বন্ধ

পপুলার২৪নিউজ, জেলা প্রতিনিধি:
যান্ত্রিক ক্রটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের চারটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার বিকাল ৫টা থেকে ওই ইউনিটগুলোর উৎপাদন বন্ধ হয়ে যায়।

এতে জাতীয় গ্রিডে অন্তত ৪৮৯ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পেয়েছে বলে বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানিয়েছে।

বন্ধ হয়ে যাওয়া ইউনিটগুলো হলো- ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কম্বাইন্ড সাইকেল ইউনিট, ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৫নং ইউনিট, ৬৪ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন জিটি-২ ইউনিট ও ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস ইঞ্জিন ইউনিট।

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের পরিচালক (কারিগরি) প্রকৌশলী ইয়াকুব আলী বিষয়টি সাংবাদিকদের জানান,  মঙ্গলবার বিকাল থেকে হঠাৎ করে গ্যাসের চাপ কমতে থাকে।

এক পর্যায়ে চাপ অনেক কমে যাওয়ায় বিদ্যুৎ কেন্দ্রের চারটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে বাকি ইউনিটগুলোর উৎপাদন স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, বন্ধ হয়ে যাওয়া ইউনিটগুলোর ত্রুটি সারিয়ে পুনরায় উৎপাদনে যেতে প্রকৌশলীরা কাজ করছেন। গ্যাসের চাপ বেড়ে গেলেই সমস্যা অনেকটা সমাধান হয়ে যাবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর বিমানে ত্রুটির মামলায় ২ জন কারাগারে
পরবর্তী নিবন্ধভ্যাট ১৫ শতাংশই থাকছে: অর্থমন্ত্রী