আশুগঞ্জে গাঁজাসহ মা-ছেলে আটক

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ১২ কেজি গাঁজাসহ মা-ছেলেকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার দুপুর ১টার দিকে উপজেলার লালপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের মধ্যপাড়া মহল্লা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মধ্যপাড়া মহল্লার জসিম উদ্দিনের স্ত্রী কবিতা বেগম (৪৮) ও তার ছেলে সুমন মিয়া (২৮)। তারা দুজনই মাদক কারবারি বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক (ইন্সপেক্টর) দেওয়ান মোহাম্মাদ জিল্লুর রহমান।

তিনি জাগো নিউজকে জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হোসেনপুর গ্রামের মধ্যপাড়া মহল্লায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে কবিতা ও তার ছেলে সুমনকে আটক করা হয়।

এ সময় ঘরের একটি বক্স খাটের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধতানোরে ইউএনও’র ফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসি