আল ওয়েহদার বিপক্ষে চার গোলে পাঁচশ ছাড়িয়ে রোনালদো

স্পোর্টস ডেস্ক : সৌদি প্রো লিগে বৃহস্পতিবার আল ওয়েহদাকে ৪-০ গোলে হারালো আল নাসের। সবগুলো গোলই করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, ক্যারিয়ার লিগ গোলে পাঁচশ ছুঁয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড।

কিং আব্দুলআজিজ স্পোর্টস সিটি স্টেডিয়ামে একপেশে ম্যাচ জিতে নিয়েছে আল নাসের। দুই অর্ধে দুটি করে গোল করেছেন রোনালদো। ২১তম মিনিটের গোলে পাঁচশতম লিগ গোলের মাইলফলকে নাম লেখেন তিনি, দ্রুত তা বাড়িয়ে নেন ৫০৩-এ।

 

নতুন ক্লাবে প্রথশ দুই ম্যাচে গোল করতে পারেননি রোনালদো। শুনতে হয়েছিল সমালোচনা। এরপর দুই ম্যাচেই পাঁচ গোল করলেন তিনি। ২০১৯ সালের সেপ্টেম্বরের পর প্রথমবার এক ম্যাচে চার গোল করেছেন সিআরসেভেন। ওইবার লিথুয়ানিয়ার বিপক্ষে ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে এক হালি গোল করেন তিনি। সবশেষ ২০১৮ সালের মার্চে লা লিগায় জিরোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব ম্যাচে চার গোল দিয়েছিলেন।

এই জয়ে আল নাসের ১৬ ম্যাচ শেষে লিগের শীর্ষে ফিরলো। দ্বিতীয় স্থানে থাকা আল শাবাব সমান ৩৭ পয়েন্ট পেলেও গোলব্যবধানে পিছিয়ে।

 

পূর্ববর্তী নিবন্ধসস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল আলমগীর
পরবর্তী নিবন্ধবিয়ের দিন আমাকে জোর করে কোর্টে নেওয়া হয়