আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় মহান মুক্তিযুদ্ধে রুশ নৌ-সেনাদের ভূমিকা নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ও আলোকচিত্রের অ্যালবাম প্রকাশ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রাম সমুদ্র বন্দর ও নৌ-চ্যানেলে পাকিস্তানী হানাদার বাহিনীর পুঁতে রাখা মাইন অপসারনে রুশ নৌ-সেনাদের ভূমিকা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় প্রামাণ্যচিত্র ও আলোকচিত্রের অ্যালবাম প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ একাডেমি। ৯ মে ২০১৮, বুধবার জাতীয় প্রেসক্লাব কনফারেন্স হলে প্রামাণ্যচিত্রের প্রিমিয়ার এবং আলোকচিত্রের অ্যালবামটি উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক আলহাজ্জ মোঃ হারুন-অর-রশীদ খান, ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান এবং উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম। এ সময় অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধ একাডেমির চেয়ারম্যান ড. আবুল আজাদ, ঢাকাস্থ রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রের পরিচালক আলেকজান্ডার পি. দামিন, ব্যাংকের কর্মকর্তাবৃন্দ এবং প্রামাণ্যচিত্রের পরিচালক সাংবাদিক ইব্রাহীম আজাদ সহ অন্যান্য অতিথি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম বন্দর ও কর্নফুলী নদীতে পাকিস্তানী বাহিনী কর্ণফুলী নদী ও চট্টগ্রাম বন্দরের জলসীমানায় অসংখ্য মাইন পুঁতে রেখেছিল। তাছাড়া যুদ্ধের সময় অনেক নৌযান ডুবে যাওয়ায় দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এ বন্দরটি ব্যবহারের অনুপযোগী হয়ে উঠেছিল। একাত্তরের মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধে নানাভাবে সহায়তা করেছে তেমনি একটি স্বাধীন কিন্তু যুদ্ধবিধ্বস্ত অর্থনৈতিকভাবে পর্যুদস্ত একটি দেশের অবকাঠামোগত উন্নয়নেও যথাসাধ্য সহায়তা করেছে। আর তাই স্বাধীনতা-উত্তর বাংলাদেশে সোভিয়েত ইউনিয়ন বেশ কয়েকটি শিল্প-কারখানা তৈরি করে দিয়েছিল যা এখনো বাংলাদেশের অর্থনীতিতে অবদান রেখে চলেছে।
১৯৭২ সালের ২৪ জানুয়ারি বাংলাদেশ ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। ফেব্রুয়ারি ১৯৭২-এ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোভিয়েত সরকারের কাছে সহযোগিতা চেয়ে বার্তা পাঠান। তখন বিশ্বে স্যাটেলাইট ছিল দুটি দেশের। আমেরিকা ও রাশিয়ার। রাশিয়া স্যাটেলাইট রিপোর্টে জানায়, বঙ্গোপসাগরে অজ¯্র মাইন পুতে রাখা হয়েছে। এর পরই মার্চ ১৯৭২ সালে বঙ্গবন্ধু মস্কো সফর করেন। এই সফরের প্রাক্কালে বঙ্গবন্ধু চট্টগ্রাম বন্দরের প্রবেশদ্বারে কর্ণফুলী নদীর মোহনায় মাইন অপসারণ ও ডুবে যাওয়া জাহাজ অপসারণে সোভিয়েত ইউনিয়নের সহযোগিতা চান।
সোভিয়েত সরকার বঙ্গবন্ধুর অনুরোধে সাড়া দিয়ে ২২ শে মার্চ, ১৯৭২ সালে বাংলাদেশ সরকারের সাথে একটি চুক্তি করেন যাতে নিঃশর্তভাবে বাংলাদেশকে সহযোগিতা করার কথা উল্লেখ করা হয়। ১৯৭২ সালের ২ এপ্রিল প্রথম সোভিয়েত জাহাজ চট্টগ্রাম বন্দরে প্রবেশ করে। বন্দরের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। কর্ণফুলী নদীর তলদেশে ৪০টিরও বেশি জাহাজ ডুবেছিল। ১৮টি জেটির মধ্যে ১২টিই ছিল ধ্বংসপ্রাপ্ত। ৩৭টি যুদ্ধ জাহাজের সোভিয়েত নৌবাহিনীর সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে তাদের উপর অর্পিত দায়িত্ব সফলতার সঙ্গে সম্পন্ন করেন, যদিও আবহাওয়া, পরিবেশ সবই ছিল তাদের জন্য বিরূপ ও নতুন।

পূর্ববর্তী নিবন্ধ১৫ মে গাজীপুর সিটি নির্বাচন অসম্ভব : সিইসি
পরবর্তী নিবন্ধবিশ্ববাজারে দ্রুত বাড়ছে ওয়ালটন পণ্যের চাহিদা