আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক এক্সিকিউটিভ ডেভেলপ প্রোগ্রাম অনুষ্ঠিত

পপুলার২৪নিউজ ডেস্ক:

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড-এর শীর্ষ নির্বাহীদের নিয়ে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক এক্সিকিউটিভ ডেভেলপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার আল-আরাফাহ্ টাওয়ারের সভাকক্ষে এ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) মহাব্যবস্থাপক ও অপারেশনাল হেড (চলাতি দায়িত্ব) এবিএম জহুরুল হুদা। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জুবায়ের ওয়াফা। এক্সিকিউটিভ ডেভেলপ প্রোগ্রামে রিসোর্স পার্সন হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মোঃ শওকাতুল আলম, যুগ্ম পরিচালক একেএম নুরুন্নবী ও মোঃ খায়রুল এনাম। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪০ জন উর্ধ্বতন কর্মকর্তার অংশগ্রহনে পরিচালিত অর্ধ-দিনব্যাপী প্রোগ্রামে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল করিমসহ প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট নির্বাহিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধমিস ওয়ার্ল্ডের সেমিফাইনাল থেকে বাদ পড়লেন জেসিয়া
পরবর্তী নিবন্ধঢাকা থেকে উদ্ধার রাবির অপহৃত ছাত্রী, সাবেক স্বামী আটক