পপুরার২৪নিউজ ডেস্ক:
গ্রাহকসেবার মান বৃদ্ধিতে অত্যাধুনিক পেমেন্ট সিস্টেম ডেভেলপমেন্টের লক্ষ্যে ‘আমরা পেমেন্ট সিস্টেমস লিমিটেড’ এর সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ১৬ আগস্ট, বুধবার ঢাকাস্থ আল-আরাফাহ্ টাওয়ারে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ লাবু এবং আমরা টেকনোলজিস এর চেয়ারম্যান সৈয়দ ফারুক আহমেদ এর উপস্থিতিতে স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান এবং আমরা টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফারহাদ আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা।
এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মোঃ ফজলুল করিম, মুহাম্মদ মাহমুদুল হক, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মাসুদুল বারী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুর রহীম দুয়ারী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ এবং আমরা টেকনোলজিস এর পক্ষে চিফ অপারেটিং অফিসার শারফুল আলম, জেনারেল ম্যানেজার মশিউর রহমান, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ আবেদ সাদুল্লাহ্, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সৌগত কর্মকার, সিনিয়র ম্যানেজার আখতার জহির শামীমসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেশের আইটি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ‘আমরা টেকনোলজিস’ একটি অত্যন্ত সুপরিচিত নাম। এই কোম্পানির সিস্টার কনসার্ন ‘আমরা পেমেন্ট সিস্টেমস’ সম্প্রতি বাংলাদেশ ব্যাংক হতে পেমেন্ট সিস্টেমস অপারেটর এর পারমিট অর্জন করে। স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে আমরা পেমেন্ট সিস্টেমস এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক একটি যুগোপযোগী পেমেন্ট সিস্টেম ডেভেলপমেন্টের ব্যাপারে যৌথভাবে কাজ করবে যেখানে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সেটেলমেন্ট ব্যাংকের ভূমিকায় কাজ করবে। এর ফলে ব্যাংকের গ্রাহকবৃন্দ ‘ডিজিটাল ওয়ালেট’ সেবার মাধ্যমে ক্যাশ-ইন, ক্যাশ-আউট, মোবাইল এয়ারটাইম টপআপ, ইউটিলিটি বিল পেমেন্ট, মার্চেন্ট পেমেন্ট, ইনসুরেন্স প্রিমিয়াম পেমেন্ট, মোবাইল ওয়ালেটে টাকা প্রেরণ, ব্যাংক একাউন্ট উইথড্রয়াল ইত্যাদি বহুমূখী সেবা পাবেন।