আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নবনির্বাচিত চেয়ারম্যানকে শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক:
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আবদুস সামাদ লাবুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ব্যাংকের চট্টগ্রাম জোন।

২৬ আগস্ট শনিবার, চট্টগ্রাম জোনাল অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জোনের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও নির্বাহীগণ নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আবদুস সামাদ লাবুকে শুভেচ্ছা জানান।

এসময়, জোনের প্রধান মোহাম্মদ আজম, চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব মুহাম্মদ পিয়ারু এবং শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু চট্টগ্রাম জোনের শাখাসমূহের ব্যবসায়িক বিষয়ে আলোচনা ও বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধদীর্ঘ ১৭ বছর পর একসঙ্গে অমিতাভ-শাহরুখ!
পরবর্তী নিবন্ধপুলিশ জঙ্গিবাদকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে: আইজিপি