আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত ‘ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অন ব্যাংকিং অ্যাকটিভিটিস অব এজেন্টস’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়। উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান আবেদ আহাম্মদ খান। এসময় ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুর রহীম দুয়ারী, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ মুজিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় ঢাকার বিভিন্ন আউটলেটের ৪১ জন এজেন্ট অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে জাতীয় স্যানিটেশন মাস এবং হাত ধোয়া দিবসে র‌্যালি ও আলোচনা সভা
পরবর্তী নিবন্ধগ্রুপিং না করার শপথ নিয়েছি: মাশরাফি