আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৫টি কর্পোরেট শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর পাঁচটি কর্পোরেট শাখার উদ্যোগে ‘রমজানুল মোবারকের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ২৩ মে, ২০১৯ বৃহস্পতিবার রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক আলহাজ্জ ইঞ্জিঃ খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ। রমজানের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান। সভায় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল করিম, এস এম জাফর, মোহাম্মদ জুবায়ের ওয়াফা, শাব্বির আহমেদ এবং মোঃ শফিকুর রহমানসহ ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ। ইফতার মাহফিলে বিপুল সংখ্যক গ্রাহক, ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীদের সমাগম ঘটে।
আলোচনা সভা ও ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মতিঝিল শাখার ব্যবস্থাপক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আবদুল্লাহ আল মামুন, হেড অফিস কর্পোরেট শাখার ব্যবস্থাপক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এস. এম. কাউসার, ভিআইপি রোড শাখার ব্যবস্থাপক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ ইদ্রিস আলী, দিলকুশা শাখার ব্যবস্থাপক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মাসুদুর রহমান ও মতিঝিল কর্পোরেট শাখার ব্যবস্থাপক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ শরীফ চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপ স্টুডেন্টস এ্যাফিনিটি, আই.আই.ইউ.সি-র ইফতার এবং দোয়া মাহফিল সম্পন্ন!
পরবর্তী নিবন্ধঈদকে কেন্দ্র করে কোন সন্ত্রাসী গোষ্ঠিকে চাঁদাবাজি করতে দেয়া হবে না: কর্ণেল মোহাম্মদ নওরোজ