পপুলার২৪নিউজ ডেস্ক:
তীব্র প্রতিবাদের মুখে বাধ্য হয়ে ফিলিস্তিনের আল আকসা মসজিদ থেকে মেটাল ডিটেক্টর সরিয়ে নিয়েছে ইসরাইল।
বৃহস্পতিবার সকালে ইসরাইলি কর্তৃপক্ষ মসজিদের গেটে বসানো মেটাল ডিটেক্টর রেলিং ও ক্যামেরা সরিয়ে নেয়। খবর আল জাজিরা।
দুই সপ্তাহ আগে ইসরাইলি তিন পুলিশ সদস্য নিহত হবার পর আল আকসায় মেটাল ডিটেক্টর বসায় দখলদার ইসরাইল।
এর প্রতিবাদে ফিলিস্তিনিরা রাস্তায় ও মসজিদ গ্রাউন্ডে অব্যাহতভাবে বিক্ষোভ করতে থাকে।
অন্যদিকে বিশ্ব নেতারাও ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগ্রাসনের প্রতিবাদে সরব হয়।
ফলে বাধ্য হয়ে সেখান থেকে সব ধরনের মেটাল ডিটেক্টর, ক্যামেরা বা অন্যান্য যন্ত্রসমগ্রী সরিয়ে নেয়া হলো।
মেটাল ডিটেক্টর বসানোর পর ইসরাইল মসজিদটিতে ৫০ বছরের কম বয়সী ফিলিস্তিনিদের আল আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে।
ইসরাইলি আগ্রাসনের অব্যাহত প্রতিবাদের মধ্যে ফিলিস্তিনি যুবকের ছুরিকাঘাতে দুই ইসরাইলি পুলিশ নিহত হয়।