আলোচনায় জিয়াউর রহমানকে নিয়ে নাঈম তালুকদারের গান

বিনোদন ডেস্ক:

প্রকাশ পেয়েছে নাঈম তালুকদারের গান ‘চেতনায় জিয়াউর রহমান’। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে গানটি প্রকাশের পর থেকে নেটিজেনদের মন কেড়েছে। সোশ্যাল মিডিয়ার নানা প্লাটফর্মে গানটি তরুণ শ্রোতাদের আকৃষ্ট করেছে।

নাঈম জানান, ফ্যাসিবাদের দুঃশাসনে গোটা জাতি যখন অতিষ্ঠ, বাকশালী ধারায় স্বৈরাচার যখন গুম, খুন, ধর্ষণ ও লুটপাটে ব্যস্ত তখন গানটি প্রকাশ করেন তিনি। এর ফলে স্বৈরশাসক ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়েন নাঈম।

নাঈম বলেন, ‘বিগত পতিত সরকারের আমলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কোনো কথা বলাই যেন অন্যায় ছিল। তখন আমি গানটি গেয়েছিলাম শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে। গানটি তখনও গ্রহণ করেছিলেন অসংখ্য শ্রোতা। আর ৫ আগস্টের পর নতুন করে এটি আলোচনায় এসেছে। খুব ভালো লাগছে।’

তিনি আরও জানান, জিয়াউর রহমানকে নিয়ে গাওয়া গানটির ব্যাপক জনপ্রিয়তার পর ছাত্রদলকে উজ্জীবিত করতে এবার তিনি আরেকটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন।

গানটি জেড এইচ বাবুর কম্পোজিশনে খুব শিগগিরই এক্সট্রিম মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হবে।

পূর্ববর্তী নিবন্ধকাশ্মীর হামলায় অরিজিতের পথেই হাঁটলেন শ্রেয়া
পরবর্তী নিবন্ধআমরা দ্রুত একটি জাতীয় সনদে উপনীত হতে চাই: আলী রীয়াজ