পপুলার২৪নিউজ প্রতিবেদক:
তিন মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন আলোকচিত্রী শহিদুল আলম। ১০৭ দিন অর্থাৎ তিন মাস ১৫ দিন পর কারামুক্ত হলেন এই আলোকচিত্রী। মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে তিনি কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী জায়েদুর রহমান।
জায়েদুর রহমান বলেন, মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম আলোকচিত্রী শহিদুল আলমের জামিননামা গ্রহণ করেন। জামিননামা কারাগারে পৌঁছানোর পর কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেন।
এর আগে ১৫ নভেম্বর হাইকোর্টের বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রমনা থানায় দায়ের করা তথ্য প্রযুক্তি আইনে করা মামলায় শহিদুল আলমের জামিন মঞ্জুর করেন।
৬ আগস্ট জামিন নামঞ্জুর করে শহিদুল আলমকে সাতদিনের রিমান্ড দেন আদালত। ৫ আগস্ট রাতে ধানমন্ডির বাসা থেকে শহিদুলকে ধরে নিয়ে যায় ডিবি পরিচয়ে একদল লোক। এরপর তাকে রমনা থানার তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখায় পুলিশ।