পপুলার২৪নিউজ প্রতিবেদক:
গাড়িধাক্কায় প্রথম আলোর প্রধান আলোকচিত্র সাংবাদিক জিয়া ইসলাম গুরুতর আহত হওয়ার ঘটনায় করা মামলার আলামত হিসেবে আসামি কল্যাণ কোরাইয়ার গাড়ি জব্দ করা হয়েছে। গতকাল বুধবার রাতে রাজধানীর কলাবাগান থানার পুলিশ এটি জব্দ করে।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত খান, পরিদর্শক (তদন্ত) সমীর চন্দ্র সূত্রধর, মামলার তদন্ত কর্মকর্তা ওমর ফারুক খানসহ পুলিশের একটি দল তেজগাঁওয়ের মনিপুরীপাড়ায় কল্যাণের বাড়িতে অভিযান চালিয়ে তাঁর গাড়ি জব্দ করে।
কলাবাগান থানার পুলিশ সূত্র জানায়, দুর্ঘটনাস্থলের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে গাড়ির যে বর্ণনা পাওয়া গিয়েছিল, সে হিসেবে ধারণা করা হচ্ছে, এটিই সেই গাড়ি। এ কারণে মামলার আলামত হিসেবে কল্যাণের গাড়ি জব্দ করা হয়েছে।
৯ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে বসুন্ধরা শপিংমলের সামনের সড়কে একটি গাড়ি জিয়ার মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর জিয়া অচেতন অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সাংবাদিক তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সংকটাপন্ন অবস্থা দেখে হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করেন। চিকিৎসকেরা জানান, তাঁর একটি পা ভেঙে গেছে। তবে সবচেয়ে গুরুতর হলো মাথার আঘাত।