স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস খোলা উপলক্ষ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্টিয়াগো ক্যাফেরো বাংলাদেশে আসবেন ২৭ ফেব্রুয়ারি। তার সফর উপলক্ষ্যে আজ বাফুফে ভবনে আর্জেন্টিনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ফ্রাঙ্কো স্যানিলিয়ানি এবং দূতাবাসের আরেক কর্মকর্তা জুয়ান গার্সিয়া বাফুফে ভবনে আসেন।
আর্জেন্টিনার এই দুই কূটনীতিক বাফুফে ভবনে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগসহ উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সংক্ষিপ্ত এক বক্তব্যে আর্জেন্টিনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ফ্রাঙ্কো বলেন, ‘আসন্ন সফর নিয়ে আমরা বেশ রোমাঞ্চিত। বাংলাদেশকে সম্মান জানাতেই আমরা আজ এখানে এসেছি।’
ডেপুটি চিফ অব মিশন খুব সংক্ষিপ্ত বক্তব্য দিলেও বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ উপস্থিত সাংবাদিকদের একটু বিস্তারিত বলেছেন। তিনি বলেন, ‘আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় কাজের পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনেও আসবেন। আমাদের সভাপতিসহ কার্যনিবার্হী কমিটির সঙ্গে সাক্ষাৎ করবেন। এ নিয়ে তাদের বিষয়গুলো জেনেছি, পাশাপাশি আমাদের কথাও বলেছি।’
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আর্জেন্টিনার দুই বিখ্যাত ক্লাব বোকা জুনিয়র্স ও রিভারপ্লেটের কর্মকর্তারাও আসার কথা রয়েছে। সেই প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের ক্লাব প্রতিনিধিদের একটি বৈঠকও হবে, ‘২৭ ফেব্রুয়ারি হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমাদের ক্লাব প্রতিনিধিরা থাকবেন। ২৭ ও ২৮ ফেব্রুয়ারি আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী এবং ক্লাব প্রতিনিধি দলের সঙ্গে আমাদের কর্মসূচি কী হবে সেটা দুই এক দিনের মধ্যে চূড়ান্ত করা হবে।’