স্পোর্টস ডেস্ক
গত বছরের মার্চে কোচ হিসেবে ফেলিশ সানচেসের নাম ঘোষণা করেছিল ইকুয়েডর ফুটবল ফেডারেশন (এফইএফ)। দায়িত্ব নেওয়ার পরে দলটাকে কতটা গোছাতে পেরেছেন ৪৮ বছর বয়সী এ স্প্যানিশ কোচ, তা নিয়ে প্রশ্ন ছিল। তাঁর অধীনে ১৯ ম্যাচ খেলে ১০টিতেই জিতেছে দলটি। এমনকি ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ৬ রাউন্ড শেষে ব্রাজিল (৬ষ্ঠ), চিলির (৮ম) চেয়েও এগিয়ে ছিল ইকুয়েডর (৫ম)। কিন্তু তাঁর অধীনে দলের খেলা নিয়ে আপত্তি ছিল ইকুয়েডরের মানুষেরই।
সেই আপত্তিই কাল হলো! কোপা আমেরিকার সেমিতে ওঠার লড়াইয়ে আজ আর্জেন্টিনার কাছে নাটকীয় টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরে শেষ আট থেকেই বিদায় নিতে হয় ইকুয়েডরকে।
ম্যাচে হারলেও আজ আর্জেন্টিনার চেয়ে তুলনামূলক ভালো খেলেছে ইকুয়েডর। কিন্তু ভাগ্য সহায় হয়নি দলটির। দেশটির ফুটবল ইতিহাসে তৃতীয়বারের মতো কোপা আমেরিকার সেমির সেমির স্বপ্ন ভাঙতেই কোচ ফেলিশ সানচেসকে বরখাস্ত করেছে এফইএফ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ফুটবল ফেডারেশন।
ফেলিশের সঙ্গে চার বছরের চুক্তি করেছিল এফইএফ। কিন্তু সেটি থেমে গেল ১৫ মাসের মাথাতেই। দেশটির ফুটবল ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা ফেলিশ ও তাঁর কোচিং স্টাফকে পেশাদারত্ব ও কাজের জন্য ধন্যবাদ জানাই। একইসঙ্গে তাঁর ভবিষ্যৎ পথচলায় সফলতা কামনা করি।’
এদিকে আজকের ম্যাচ শেষে ফেলিশ সাংবাদিকদের বলেছেন, ‘আমরা গ্রুপ পর্ব পেরিয়ে নকআউটে উঠেছি। এরপর এগোতে না পারলেও আমি খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছি। আমি মনে করি, এর পুরো কৃতিত্ব ওদের। আমি মনে করি, এ টুর্নামেন্টের পরবর্তী সংস্করণে আমরা আরও অভিজ্ঞ দল নিয়ে আসব।’
ফেলিশ যখন এ কথা বলেছেন, তখনো তিনি জানতেন না, একটু পরে তাঁর জন্য কী অপেক্ষা করছে। তাঁর যে আর এ দল নিয়ে কোপায় যাওয়া হবে না!
উল্লেখ্য, এর আগে ২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত কাতারের দায়িত্ব পালন করেছেন ফেলিশ। সে সময় কাতারকে প্রথমবারের মতো এশিয়ান কাপের (২০১৯) শিরোপা এনে দেন এ স্প্যানিশ কোচ।্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র