আর্জেন্টাইন ভক্তদের জন্য দুঃসংবাদ!

স্পোর্টস ডেস্ক : ইতালির বিপক্ষে হ্যামস্ট্রিংয়ের সামান্য ইনজুরির কারণে প্রীতি ম্যাচে খেলেননি মেসি। তবে মেসি না খেললেও সেই ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। ইতালিকে ২-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।

তবে ইতালির বিপক্ষে ম্যাচে মেসি না খেললেও স্পেনের বিপক্ষে ম্যাচটি খেলবেন এমনটাই ধারণা করা হয়েছিল। কিন্তু সর্বশেষ গতকাল পর্যন্তও অনুশীলনে ফিরেননি মেসি। দলের সাথে গতকালও অনুশীলন করেননি তিনি। তাই স্পেনের বিপক্ষেও ম্যাচে খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে আর্জেন্টিনার এই তারকার।

অন্যদিকে, শুধু মেসিই নয়, অ্যাগুয়েরু ইনজুরির কারণে স্কোয়াড থেকেই অনুমতি নিয়ে বিদায় নিয়েছে। ইতালির বিপক্ষে ম্যাচে ডি মারিয়াও পেয়েছেন চোট। তাকেও পাচ্ছে না স্পেনের বিপক্ষে।

উল্লেখ্য, আগামী ২৭ মার্চ রাতে স্পেনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

পূর্ববর্তী নিবন্ধ২০১৪ সালের তুলনায় এবারের ব্রাজিল দলটি দুই ধাপ উপরে
পরবর্তী নিবন্ধ‘খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুষ্ঠু নির্বাচন দিতে হবে’