স্পোর্টস ডেস্ক:
জাতীয় ক্রীড়া পরিষদ আজ আরো পাঁচ ফেডারেশনের কমিটি প্রকাশ করেছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে ক্রীড়াঙ্গন সংস্কার লক্ষ্যে বিভিন্ন ফেডারশেনের কমিটি পুর্নগঠন চলছে। সেই আলোকে প্রথম দফায় ১৪ নভেম্বর ৯টি ফেডারেশনের কমিটি ভেঙে অ্যাডহক কমিটি করা হয়। এরপর গত মাসে সাতটি ফেডারেশনের পর আজ আরো পাঁচটি ফেডারেশনে নতুন কমিটি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। দেশের দুই শীর্ষ ফেডারেশন বাফুফেতে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি ও বিসিবিতে সভাপতি ও পরিচালক পদে রদবদল হয়েছে।
তিন দশকের বেশি সময় বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন আসাদুজ্জামান কোহিনূর। আজকের অ্যাডহক কমিটি প্রকাশের মাধ্যমে কোহিনূরের অধ্যায় সমাপ্তি হয়েছে। কোহিনূরের পদে স্থলাষিভিক্ত হয়েছেন বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন আহমেদ। অ্যাডহক কমিটির যুগ্ম সম্পাদক হয়েছেন রাশিদা আফজালুন্নেসা। ডালিয়া আক্তার, আকরাম,আমজাদ সহ আরো কয়েকজন সাবেক খেলোয়াড় কমিটির সদস্য হিসেবে এসেছেন। এছাড়াও পৃষ্ঠপোষক ক্যাটাগরিতে আছেন কয়েকজন। এই ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করবেন গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের ডিজি মেজর জেনারেল সারোয়ার ফরিদ।
সাইক্লিং ফেডারেশনেও সাধারণ সম্পাদক পদে বদল এসেছে। তাহের উল আলম চৌধুরি স্বপনের জায়গায় এই পদে স্থলাষিভিক্ত হয়েছে আবু হেনা মস্তফা কামাল। সরকারি এই কর্মকর্তা জাতীয় পর্যায়ের খেলোয়াড় ছিলেন। সাইক্লিস্ট ফারহানা শিলা সহ আরো কয়েকজন সাবেক সাইক্লিস্ট রয়েছেন এই কমিটিতে। এই ফেডারেশনের সভাপতি করা হয়েছে ব্যবসায়ী সাইফুল ইসলামকে।
জুডো ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়েছেন পুলিশ কর্মকর্তা সৈয়দ জান্নাত আরা। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকুর মাধ্যমে জাতীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনে তার সম্পৃক্তা। সাবেক তারকা ক্রীড়াবিদ বা বিশিষ্ট সংগঠক না হয়েও তিনি দক্ষিণ এশিয়ান গেমসে ডেপুটি শেফ দ্য মিশনও ছিলেন।
কুস্তি ফেডারেশনে দীর্ঘদিন সাধারণ সম্পাদক ছিলেন তবিউর রহমান পালোয়ান। অ্যাডহক কমিটিতে পালোয়ান বাদ পড়েছেন। তার স্থলাষিভিক্ত হয়েছেন জীবন। রাগবি ফেডারেশনে প্রতিষ্ঠাকালীন সময় থেকে কাজ করা সাধারণ সম্পাদক মওসুম আলী বাদ পড়েছেন অ্যাডহক কমিটি থেকে। তার পদে এসেছেন আখতার জামান।
আজ প্রকাশিত পাঁচটি কমিটিতে সাবেক খেলোয়াড়, সংগঠক, পৃষ্ঠপোষক, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তার সংমিশ্রণ রয়েছে।