আরেক রেকর্ডে শচীনকে ছাড়িয়ে গেলেন কোহলি

পপুলার২৪নিউজ ডেস্ক :

সাদা পোশাকে ব্যাট হাতে প্রায় প্রত্যেক টেস্ট খেলুড়ে দেশে রাজত্ব করলেও ইংল্যান্ডে বিবর্ণ ছিলেন বিরাট কোহলি। এর আগে ইংলিশ কন্ডিশনে ১০ ইনিংস খেললেও চোখে পড়ার মতো কোনো পারফরম্যান্স ছিল না তার। সর্বোচ্চ রানের ইনিংস ছিল ৩৯। এবার সেঞ্চুরি হাঁকিয়ে সেই আক্ষেপ ঘোচালেন তিনি। এ নিয়ে একাধিক রেকর্ড নিজের করে নিয়েছেন ভারতীয় অধিনায়ক।

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে এজবাস্টনে ১৪৯ রানের বীরোচিত ইনিংস খেলেছেন কোহলি। এটি তার ক্যারিয়ারের ২২তম টেস্ট শতক। এ পথে আরেক রেকর্ডে কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ছাপিয়ে গেলেন তিনি।

ক্যারিয়ারে ২২তম সেঞ্চুরি পেতে শচীন সময় নিয়েছিলেন ১১৪ ইনিংস। সেখানে লিটল মাস্টারের চেয়ে ১ ইনিংস কম খেলেই সেই কীর্তি গড়লেন কোহলি। তবে ক্রিকেটের অভিজাত সংস্করণে দ্রুততম ২২তম শতক তোলার দিক দিয়ে চতুর্থ স্থানে রয়েছেন এ স্ট্রোকমেকার।

এ রেকর্ডটি এখনও রয়েছে অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের দখলে। মাত্র ৫৮ ইনিংসে ২২তম সেঞ্চুরি হাঁকান তিনি। যুগ যুগ তা ধরাছোঁয়ার বাইরে থাকবে বলেই মত বিশেষজ্ঞদের। তার চেয়ে প্রায় দ্বিগুণ (১০১) ইনিংস খেলে দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে ২২তম শতক হাঁকানোর কৃতিত্ব দেখান ভারতীয় ক্রিকেটের প্রথম লিটল মাস্টার সুনীল গাভাস্কার। আর ১০৯ ইনিংসে ২২তম সেঞ্চুরি তুলে এ তালিকার তৃতীয় স্থানে আছেন সাবেক অজি অধিনায়ক স্টিভেন স্মিথ।

এ অর্জনেই থেমে থাকেননি কোহলি। আদিল রশিদের শিকার হয়ে ফেরার আগে ইংল্যান্ডে ভারতীয় অধিনায়কদের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস খেলার কীর্তি গড়েন তিনি। ইংলিশদের বিপক্ষে তাদের মাটিতে ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের ইনিংসটি মোহাম্মদ আজহারউদ্দিনের। ১৯৯০ সালে ম্যানচেস্টারে স্বাগতিকদের বিপক্ষে ১৭৮ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন তিনি।

এদিন আরো একটি কীর্তি গড়েছেন কোহলি। কাপ্তান হিসেবে ১৫টি শতক হাঁকানোর অনন্য মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এ নজির রয়েছে অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ ও স্টিভ স্মিথের। এ তালিকায় ২৫ শতক নিয়ে সবার ওপরে আছেন প্রোটিয়াদের সাবেক ক্যাপ্টেন গ্রায়েম স্মিথ। তার থেকে ৬ সেঞ্চুরি কম নিয়ে দ্বিতীয় স্থানে আছেন সাবেক অজি দলপতি রিকি পন্টিং।

পূর্ববর্তী নিবন্ধরাজধানীতে গাড়ি চলাচলে পরিবহন শ্রমিকদের বাধা, দুর্ভোগে যাত্রীরা
পরবর্তী নিবন্ধসিপিএলে খেলার অনুমতি পেলেন আফ্রিদিরা