বিনোদন ডেস্ক :
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, লক্ষ্মীপুরসহ ১১ জেলা বন্যার কবলে। বন্যায় পানিবন্দী হয়ে জেলাগুলোর মানুষ মানবেতর জীবনযাপন করছেন। অভিনয়শিল্পী ও পরিচালক মাহফুজ আহমেদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে।
মাহফুজ আহমেদের গ্রামের বাড়িতেও বন্যার পানি উঠেছে। গত কয়েকদিন থেকেই স্থানীয় বাসিন্দারা পানির মধ্যে বসবাস করছেন। মাহফুজ সার্বক্ষণিক পরিবারের খোঁজখবর নিচ্ছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘চৌমুহনী, নোয়াখালী, ফেনী, পরশুরাম, ছাগলনাইয়ার দিকে যেভাবে পানির ঢল এসেছে, আমাদের এ দিকটায় তেমন হয়নি। ফলে আমাদের ওদিকটায় বাড়িঘর ভেসে যায়নি।’
মাহফুজ আহমেদের গ্রামের বাড়িতে মা-ভাই থাকেন। তিনি বলেন, ‘ছোট ভাই, ওর পরিবারের সঙ্গে মা থাকেন। ঢাকা-রামগঞ্জে মা যাওয়া–আসার মধ্যে থাকেন। এখন ঢাকায় আছেন। বন্যায় বাড়ির উঠানে পানি। একটু বাড়লেই ঘরে পানি ঢুকবে। সবাই আল্লাহ আল্লাহ করছে। পুরো এলাকাতে আমাদের আত্মীয়স্বজনের বাস। একে অপরের খোঁজখবর নিচ্ছি। শুনেছি গতকাল পানি বাড়ে নাই। বাড়লে আর সামলানো যাবে না। গ্রামে তো অনেক কিছু থাকে। পুকুরের মাছ ভেসে গেছে। তবে একটা জিনিস আছে আমাদের এলাকায় সবচেয়ে সুন্দর, সবাই সবার পাশে থাকে, কাঁধে কাঁধ মিলিয়ে— এটাই আমাদের এলাকার শক্তি।’
মাহফুজ আহমেদ অস্ট্রেলিয়া বাস করেন। এখন তিনি ঢাকা আছেন।