আরব আমিরাতে করোনাভাইরাসে দুজনের মৃত্যু

পপুলার২৪নিউজ ডেস্ক:করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতে শুক্রবার দুজন মারা গেছেন।

এছাড়া আবু ধাবিতে এ পর্যন্ত ১৪০ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাস সংক্রমিত হয়েছে। যাদের মধ্যে ৩১ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। কিন্তু সেখানে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

আমিরাত সংবাদ সংস্থা জানায়, নোভেল করোনাভাইরাসে প্রথমবারের মতো দুজনের মৃত্যু হয়েছে বলে জানায় স্বাস্থ্য ও সুরক্ষা মন্ত্রণালয়।

মারা যাওয়া দুজনের একজন ৭৮ বছর বয়সী। তিনি ইউরোপ থেকে এসেছেন। সরকার জানায়, হৃদরোগে ওই আরব ব্যক্তির মৃত্যু হয়েছে। সঙ্গে করোনাভাইরাস সংশ্লিষ্ট জটিলতাও ছিল।

আরেকজনের মৃত্যু হয়েছে হৃদ ও কিডনি জটিলতায়। তার বয়স ৫৮ বছর। তিনি এশিয়ার কোনো একটি দেশের নাগরিক।

উপসাগরীয় দেশগুলোতে এখন পর্যন্ত একহাজার ৩০০ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধকরোনা মহামারীর মধ্যেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা
পরবর্তী নিবন্ধকরোনাভাইরাসে ইসরাইলে একজনের মৃত্যু