আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

শেখ হাসিনা সরকারের কুখ্যাত আয়নাঘর পরিদর্শনে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এ পরিদর্শনে প্রধান উপদেষ্টার সঙ্গে আছেন দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি এবং আয়নাঘরে গুম হওয়া ভুক্তভোগীরা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) আয়নাঘর পরিদর্শনে যান মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

দুপুর আড়াইটায় প্রেস ব্রিফিং ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আয়নাঘর পরিদর্শন সম্পর্কে সেখানে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধট্রাম্পের জাতীয়তাবাদী নীতি মোদীর জন্য কতটা স্বস্তির?
পরবর্তী নিবন্ধঅন্তর্বর্তী সরকার আইনি দলিল ও জনগণের ইচ্ছায় গঠিত