পপুলার২৪নিউজ ডেস্ক: আমেরিকার বোষ্টনে গত মঙ্গলবার সন্ত্রাসী হামলার শিকার হয়েছে বাংলাদেশি যুবক তানজিম সিয়াম।
২১ বছর বয়সী সিয়াম বোষ্টনে একটি সুপারশপে কাজ করতেন। কাষ্টমার সেজে দোকানে ডাকাতি করতে এসে সন্ত্রাসীরা ওর মাথায় গুলি করে।
বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় বোস্টন মেডিকেল সেন্টারের নিবিড় পর্যবেক্ষনে রয়েছেন, তাকে জরুরি অস্ত্রোপচারের মুখোমুখি হতে হয়েছেন।
দোকানের মালিক আবদুল মতিন বলেন, কেন তার কর্মচারীকে গুলি করে হত্যা করতে চেয়েছিলো তা জানে না। তিনি জানান, সিয়াম সন্দেহভাজনকে টাকা এবং সিগারেট দিয়েছিল এবং তারপরেও তাকে জোর করে পিছন ঘরে নিয়ে গুলি করা হয়েছিল।
তিনি আরও বলেন, আমি আমার কর্মচারীর জন্য প্রার্থনা করি। তিনি আমার আত্মীয় নন তবে তিনি বাংলাদেশ থেকে এসেছেন।
পুলিশ এঘনটায় সিসিটিভি ভিডিও পর্যালোচনা করেছে। তারা বলেন যে সিয়াম বন্দুকধারীর অনুরোধ সমস্ত কিছুই করেছিল, তবুও তাকে কেনো হত্যার উদ্দ্যেশে গুলি করে তা এখনও স্পষ্ট নয়।