‘আমি রিয়াল কিংবা অ্যাতলেটিক নই, হুলিয়ান একবার বল স্পর্শ করেছে’

স্পোর্টস ডেস্ক:

হুলিয়ান আলভেরেজের পেনাল্টি নিয়ে বিতর্ক যেন সহসাই থামার নয়। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের টাইব্রেকারে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের পেনাল্টি এখন ফুটবল দুনিয়ায় আলোচনার বিষয়। কেউ বলছেন এই পেনাল্টি বাতিল, কারও মতে সামান্যতম স্পর্শ ধার্তব্য হওয়া উচিৎ নয়।

রেফারির সিদ্ধান্ত অবশ্য বলেছে ‘পেনাল্টি বাতিল’। খেলার ফলটাও গেছে রিয়াল মাদ্রিদের পক্ষে। বিষয়টি নিয়ে আলাপ চলছে উয়েফা আর অ্যাতলেটিকো মাদ্রিদের মাঝেও। এরইমাঝে নতুন করে তাতে ঘি ঢেলেছেন তিনবারের ব্যালন ডি’অর জয়ী সাবেক তারকা ফরোয়ার্ড মার্কো ভ্যান বাস্তেন।

নেদারল্যান্ডস ও এসি মিলানের এই তারকা নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন আলভারেজের পেনাল্টি নিয়ে। যেখানে তিনি লিখেছেন, ‘আমি রিয়াল কিংবা অ্যাতলেটিক নই, তবে হুলিয়ান আলভারেজ একবারই বল স্পর্শ করেছে। বিষয়টির নিষ্পত্তি করা উয়েফার দায়িত্ব।’

এদিকে আলভারেজের এমন সিদ্ধান্তের পর পেনাল্টির নিয়মই বদলে যেতে পারে। পেনাল্টি কিকের সময়ে বলের সঙ্গে অনিচ্ছাকৃত স্পর্শের কারণে পুরো বিষয়টি বাতিল করা হবে কি না, তা নিয়ে চলছে আলোচনা।

উয়েফার পক্ষ থেকে বলা হয়েছে যেভাবে আলভারেজের পেনাল্টি বাতিল হয়েছে বিষয়টি নিয়ে তারা ফিফা এবং আইএফএবি’র সঙ্গেও আলোচনা করবে। বিশেষ করে অ্যাতলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে বলেছেন ‘বল জায়গা থেকে নড়েনি।’ এখান থেকেই আলোচনার সূত্রপাত। এমনকি এই বিষয়ে অ্যাতলেটিকো মাদ্রিদের পক্ষ থেকে উয়েফার কাছে পত্র-ও দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে উয়েফা বলেছে, ‘উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গত ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হুলিয়ান আলভারেজের নেওয়া পেনাল্টি শট বাতিলের পর ঘটনাটি নিয়ে অ্যাতলেটিকো মাদ্রিদ উয়েফার সঙ্গে যোগাযোগ করেছে।’

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জাতিসংঘ মহাসচিবের
পরবর্তী নিবন্ধআইপিএলের যে নিয়ম ১৭ বছরে একবারও কাজে লাগেনি