আমি মনা রোগে আক্রান্ত হয়েছিলাম: মাহফুজ আহমেদ

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদকে দীর্ঘদিন ধরে অভিনয়ে দেখা যাচ্ছিল না। দীর্ঘ ৮ বছর পর রূপালি পর্দায় ফিরছেন নন্দিত এই অভিনেতা। চয়নিকা চৌধুরীর দ্বিতীয় সিনেমা ‘প্রহেলিকা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। এতে তার বিপরীতে চিত্রনায়িকা শবনম বুবলী।এরই মধ্যে এর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর অভিজাত এক ক্লাবে এর সংবাদ সম্মেলন করা হয়। এসময় সিনেমার শুটিংয়ের বিভিন্ন বিষয় কথা বলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। দীর্ঘদিন পর ক্যামব্যাক কেমন লাগছে? এমন প্রশ্নের জবাবে মাহফুজ আহমেদ বলেন, ‘ছোটবেলায় বার্ষিক পরীক্ষার সময় যে অবস্থা হতো এখনো সেই অবস্থা। বুবলী প্রতিষ্ঠিত নায়িকা। আমার সঙ্গে আরো ছিলেন সেতু আজাদ, রাশেদ মামুন অপু, নাসির উদ্দিন খানের মতো অভিনেতারা। যারা এখন ওটিটি মাত করছেন। আমার ভয়ের কারণ ছিল, ওদের সঙ্গে পাল্লা দিতে পারব কি না। কারণ, এটা তো সত্যি লম্বা সময় আমি ক্যামেরার বাইরে।’

শুটিং শেষ হলেও মনা চরিত্রের মধ্যেই অনেক দিন ছিলেন মাহফুজ আহমেদ। সে কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি শুটিং শেষ করার পরদিন দেশের বাইরে চলে যাই। কারণ, আমি মনা রোগে আক্রান্ত হয়েছিলাম। এটি থেকে বের হওয়ার জন্যই দেশ ছাড়ি। আশা করছি, সিনেমাটি মুক্তির পর সেটা আপনারাও অনুভব করবেন।’

এদিকে, অনুষ্ঠানে প্রকাশিত হয় ‘প্রহেলিকা’ সিনেমার গান ‘মেঘের নৌকা’। আসিফ ইকবালের কথায় এটি গেয়েছেন ইমরান ও কোনাল। আর পর্দায় সেই গানে ঠোঁট মিলিয়েছেন মাহফুজ আহমেদ ও শবনম বুবলী। সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার।

সর্বশেষ মাহফুজ অভিনীত সিনেমা ‘জিরো ডিগ্রি’ ২০১৫ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

পূর্ববর্তী নিবন্ধক্ষুদ্র ও কুটির শিল্প পণ্যের বিদেশে বাজার সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী
পরবর্তী নিবন্ধজনপ্রতিনিধিদের মতামত নিয়ে সীমানা পুনর্নির্ধারণ: ইসি আলমগীর