শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে মামলা এবং গ্রেপ্তারের প্রতিবাদে আজ শুক্রবার সকালে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে তিনটি হিন্দু সংগঠন। বাংলাদেশ হিন্দু জাতীয় মহাজোটের এক অংশের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে অংশ নেন সবিতা হালদার। সে সময় তিনি স্বামীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান।
বাংলাদেশ হিন্দু জাতীয় মহাজোটের অপর অংশের সমাবেশে নেতারা বলেন, শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে মিথ্যা অভিযোগে কান ধরে ওঠবস করানো হয়। এখন আবার তাঁকে ঘুষ গ্রহণের মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এতে দেশের সাধারণ মানুষ শুধু লজ্জিত নয়, আতঙ্কগ্রস্তও।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে একের পর এক হিন্দুদের বাড়িঘর ভাঙচুর, জমি দখল, মঠ-মন্দির ভাঙচুর, নানা অজুহাতে নির্যাতন, নিপীড়ন করা হচ্ছে। অতিষ্ঠ হয়ে হিন্দুরা নীরবে দেশত্যাগ করছেন। এ অবস্থা চলতে থাকলে অচিরেই এই দেশ হিন্দুশূন্য হবে।
মানববন্ধন থেকে আগামী তিন দিনের মধ্যে শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করার দাবি জানানো হয়। তাঁকে নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে হিন্দু মহাজোট দেশব্যাপী গণ-আন্দোলন গড়ে তুলবে বলে জানানো হয়। এতে বক্তব্য দেন জোটের একাংশের সভাপতি প্রভাস চন্দ্র রায়, নির্বাহী সভাপতি সুকৃতী কুমার মণ্ডল প্রমুখ।