আমার মনে হয়েছে, এই সময়ে স্ত্রীর পাশে থাকা উচিত: তামিম

পপুলার২৪নিউজ  ডেস্ক:
বুধবার তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত গেছে বাংলাদেশ। সেই দলে থাকার কথা ছিল অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের। ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন এই সিরিজ থেকে। পারিবারিক কারণে এমনটি করতে বাধ্য হলেও সিরিজে থাকতে না পেরে ব্যক্তিগতভাবে খুব হতাশ তামিম ইকবাল।

নিজের ফেসবুক পোস্টে সেই হতাশার কথা এভাবেই লিখলেন তামিম, ‘আপনারা জানেন, পারিবারিক কারণে ভারত সফর থেকে আমি বিরতি নিয়েছি। এই সিরিজে খেলতে না পেরে আমি নিজেও ভীষণ হতাশ।’

নিজেকে ফিরে পেতে গত কিছুদিন কঠোর পরিশ্রম করছিলেন তামিম। তার পরেও টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুতে খেলতে না পারাটা পীড়া দিচ্ছে বামহাতি এই ওপেনারকে, ‘বাংলাদেশ প্রথমবার ভারতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেও আমাদের প্রথম ম্যাচ এই সফরে। এই সফর ও নতুন মৌসুমের জন্য আমি খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলাম। দেশের বাইরে গিয়ে আলাদা করে এক মাস ফিটনেস ট্রেনিং করেছি। দেশে ফিরে ব্যাটিং অনুশীলনও করেছি। শারীরিক ও মানসিকভাবে দারুণ প্রস্তুতি নিয়েছি। তারপরও সফরে যেতে পারছি না, কারণ কখনও কখনও পরিবার এবং আপনজনের পাশে ক্রিকেট গৌণ হয়ে ওঠে।’

তামিম ব্যক্তিগত কারণটিও পরিষ্কার করেছেন, ‘আমি ও আমার স্ত্রী আমাদের দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছি। আমার স্ত্রীর শারীরিক অবস্থার কারণে আমাদের ধারণার চেয়ে একটু বেশি সময় ওকে হাসপাতালে থাকতে হচ্ছে। আমার মনে হয়েছে, এই সময়ে ওর পাশে আমার থাকা উচিত। এজন্যই ছুটি নিতে হয়েছে। এমনিতেই পরিবার থেকে অনেকটা সময় আমরা দূরে থাকি, তাদের প্রাপ্য সময়টুকু দিতে পারি না। আমাদের পরিবারের সদস্যরা অনেক ত্যাগ স্বীকার করেন। অন্য অনেক সময় না পারলেও জীবনের এই সময়গুলোতে অন্তত পরিবার আমাকে পাশে চাইতেই পারে।’

ভারত সিরিজটি মিস করলেও খুব দ্রুতই মাঠে ফিরে আসার আশা প্রকাশ করেছেন তামিম, ‘আমি আমার দলকে মিস করবো, ক্রিকেট মাঠকে মিস করব। তবে জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে স্ত্রী যেন আমাকে মিস না করে, সেটুকু নিশ্চিত করতে চেয়েছি। সবার কাছে আমাদের জন্য দোয়া চাইছি। ইনশাল্লাহ খুব দ্রুতই আবার আমাকে মাঠে দেখতে পাবেন।’

সবশেষে সমর্থকদের ধন্যবাদ দিয়েছেন বাংলাদেশের সেরা এই ওপেনার, ‘কঠিন সময়ে পাশে থাকার জন্য ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশে বিনিয়োগ করলে বেশি লাভবান হবেন: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধওয়ালটন এসি কিনে ১২ বছরের বিদ্যুৎ বিল ফ্রি পেলেন ব্যবসায়ী