আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে: ওবাইদুল ইসলাম

মেহের মামুন (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান ওবাইদুল ইসলাম সংবাদ সম্মলেনে দাবী করেছেন তার বিরুদ্ধে একটি মহল মিথ্যা, ভিত্তিহীন তথ্য দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বুধবার সকালে তার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সামাজিক নিরাপত্তা দুরত্ব বজায় রেখে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন। ওই সময় তার পরিষদের অপর ৯ সদস্য উপস্থিত ছিলেন। ওবায়দুল সংবাদ সম্মেলনে তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ওই ইউনিয়ন পরিষদ সদস্য আবুল হোসেন বাচ্চু মুন্সী। লিখিত বক্তব্যে তিনি বলেন ‘ আমার বিরুদ্ধে আমাদের ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের ৩ জন মহিলা সদস্য তাহাদের সন্মানী ভাতা না পাওয়ার বিষয়ে অভিযোগ দাখিল করেছেন। তাদের দাখিলকৃত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তিনি আরও বলেন ‘ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় হতে আমাদের ইউপি অংশের সম্মানী ভাতা গ্রহণের বিধান আছে। কিন্তু অনুন্নত এলাকা বিধায় ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় খুবই কম। আমি নিজেসহ কোন সদস্যই ইউনিয়ন পরিষদের তহবিলের অংশ থেকে সন্মানী ভাতা নিতে পারিনা। সেক্ষেত্রে তাদের সম্মানী ভাতা আত্মসাতের কোন প্রশ্নই আসেনা। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’। উক্ত অভিযোগকারী ৩ জন নারী সদস্য তার কাছে নানাবিধ অনৈতিক সুবিধা দাবি করে, নিয়ম ও আইন বর্হিভুত নানাবিধ প্রকল্প ও টাকা পয়সা দাবী করে। তাদের সেই দাবি না মেটাতে পারায় ক্ষুব্দ হয়ে তার বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া অভিযোগ দাখিল করেছে। সেই সাথে তারা গত ৬ মাস ধরে ইউনিয়ন পরিষদে কোন মিটিংএ আসেন না। অপরদিকে তাদের এই অভিযোগটি বিভিন্ন দপ্তরে দাখিলসহ সামাজিক ও অন্যান্য গণমাধ্যমে ছড়িয়ে দিয়ে আমার সামাজিক রাজনৈতিক সুনাম খুন্ন করেছে। উল্লেখ্য যে, ওবাইদুল ইসলাম পরপর দু’বারের নির্বাচিত চেয়ারম্যান এবং ক্ষমতাশীন বাংলাদেশ আওয়ামীলীগের এই গোবিন্দপুর ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করছি। ওই সমাবেশে অন্যান্যদের মধ্যে ইউপি সদস্য কামরুল ইসলাম, ফজর আলী, মিরাজ মুন্সী, আবদুল মান্নান শেখ, ও জিন্নাত আলী মুন্সী বক্তব্য রাখেন। সাংবাদিক সংম্মেলেন সংবাদ শুনে এলাকা থেকে শত শত লোক ইউনিয়ন পরিষদ চত্বরে উপস্থিত হয়ে চেয়ারম্যানের পক্ষে বিভিন্ন স্লোগান দেয় । উল্লেখ যে, গোবিন্দপুর ইউনিয়নের রিনা পারভীন, বিলকিস বেগম ও নাজমা বেগম গত ৭ জুন ২০২০ তারিখে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে ত্রাণ বিতরনে অনিয়ম এবং ইউপি সদস্যদের সম্মানীর টাকা আত্মসাৎ করেছে মর্মে একটি অভিযোগ দেন, তার ভিত্তিতে বিভিন্ন গণমাধ্যমে সাংবাদ প্রচারিত হয়।

পূর্ববর্তী নিবন্ধসাহেদকে নিয়ে উত্তরায় একটি বাসায় র‍্যাবের অভিযান
পরবর্তী নিবন্ধযেখানে যেখানে পালিয়ে ছিলেন সাহেদ