আমার ক্যারিয়ারে মায়ের অনেক অবদান: পিয়া

বিনোদন ডেস্ক : ‘মায়ের একধার দুধের দাম/ কাটিয়া গায়ের চাম/ পাপোষ বানাইলে ঋণের শোধ হবে না’— গানের এসব কথার মতো সত্যি মায়ের ঋণ শোধ করার ক্ষমতা এই পৃথিবীতে কারো নেই। মা নামক ছোট্ট শব্দটির তাৎপর্য ব্যাখ্যা করার ক্ষমতাও কারো নেই!

পৃথিবীর সব সন্তানের কাছেই মায়ের প্রতি ভালোবাসাটা একইরকম। আজ রোববার বিশ্ব মা দিবস। এ উপলক্ষে রাইজিংবিডির সঙ্গে কথা হয় জনপ্রিয় মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুলের।

ব্যক্তিগত জীবনে এক পুত্র সন্তানের মা পিয়া। মা হওয়ার পর অনেক ভাবনা বদলে গেছে। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘অনেকে বলেন, বি‌য়ে কর‌লে ক‌্যা‌রিয়ার শেষ। আর মা হ‌লে ক‌্যা‌রিয়ারে আরো ভাটা প‌ড়ে যা‌য়। বি‌শেষ ক‌রে আমা‌দের পেশায় যারা আছেন। আস‌লে সব‌কিছু য‌দি ভ‌্যা‌লেন্স ক‌রে চলা যায়, ত‌বে আমি ম‌নে ক‌রি এটি আশীর্বাদ। আগে আমি যেখা‌নে ছিলাম, মা হওয়ার প‌রে সেখা‌নেই আছি। ক‌্যা‌রিয়ার অবশ‌্যই গুরুত্বপূর্ণ। কিন্তু প‌রিবা‌রের চে‌য়ে বে‌শি নয়। মা হওয়ার পর এই বিষয়‌টি নতুন ক‌রে অনুধ‌াবন কর‌তে পার‌ছি।’

 

পিয়ার ক্যারিয়ারে অনেক অবদান রয়েছে তার মায়ের। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমিও এক মা‌য়ের সন্তান। তার ভা‌লোবাসা, আদর য‌ত্নে বড় হ‌য়ে‌ছি। আমার ক‌্যা‌রিয়া‌রের যে বর্তমান অবস্থান তা‌তেও মা‌য়ের অবদান অনেক। প‌রিবার থে‌কে সব‌চে‌য়ে বে‌শি অবদান আমার মা‌য়ের। টি‌নেজ বয়স খুবই স্পর্শকাতর। ওই সম‌য়ে আমার মা‌কে ছাড়া আর কা‌রো সা‌পোর্ট পাইনি। এখ‌নো কো‌নো কিছু ভা‌লো না লাগ‌লে আমার মা আমা‌কে বোঝায়। জীব‌নে এটা খুবই গুরুত্বপূর্ণ।’

 

পূর্ববর্তী নিবন্ধমায়ের চেয়ে গভীর কোনো অনুভূতি নেই: অপু বিশ্বাস
পরবর্তী নিবন্ধ‘আমি বুড়া হয়ে গেলাম, মা এখনো তরুণী’