আমার ওপর আস্থা রাখলে কোথাও হামলা করা যাবে না: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক :

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমার ওপর আপনারা আস্থা রেখেছেন। ছাত্ররা আমাকে চেয়েছেন। আমি তাদের ডাকে সাড়া দিয়েছি। আমার ওপর আস্থা রাখলে কথা দিতে হবে, কারও ওপর হামলা করা যাবে না।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে ফ্রান্স থেকে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় তার সঙ্গে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

সংবাদ সম্মেলনে শুরুতে দেশকে নতুনভাবে স্বাধীন করার নেতৃত্ব যারা দিয়েছেন তাদের সবাইকে স্বাগত জানিয়েছেন ড. মো. ইউনুস। এসময় যারা এই স্বাধীনতার জন্য মারা গিয়েছেন তাদেরকেও স্মরণ করেন তিনি।
তিনি বলেন, পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম সে বাংলাদেশ যেন পূর্ণতা পায়। যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজ নতুন করে বিজয় পেল তা যেন পূর্ণতা পায়।

এর আগে দুপুর ২টা ১০ মিনিটে ড. ইউনূসকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পূর্ববর্তী নিবন্ধডাকাতির খবর পেলে ফোন করুন বিজিবিকে
পরবর্তী নিবন্ধধ্বংসাত্মক কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত