প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “আমাদের সব সময় প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে থাকতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করে চলতে হবে। সব মিলিয়ে আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে। সুস্থ ভাবে বেঁচে থাকতে হলে পরিবেশ মানুষের অনুকূলে থাকতে হবে। ”
রবিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০১৭ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০১৭-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, আধুনিকার দিয়ে তাকিয়ে থেকে যেন আমাদের পরিবেশের ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রতিটি ক্ষেত্রে আমাদের পদক্ষেপ নিতে হবে। শিল্পায়ন করতে হলে আমাদের যেন পরিবেশ নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
অনুষ্ঠানে বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।