স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেট মানেই ধুম-ধাড়াক্কা ইনিংস চাই। কব্জির জোর কিংবা পেশি শক্তিরও প্রয়োজন আছে বটে। পাওয়ার হিটিংয়ে দ্রুত রান তোলায় পারদর্শী ব্যাটসম্যানরাই এই সংস্করণে সফল। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা এখানে বেশ পিছিয়ে, পাওয়ার হিটারের অভাবে সাফল্য আসেই না বললে চলে।
টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখ অলরাউন্ডার শেখ মেহেদী হাসান তো যেন এক প্রকার নতি স্বীকার করে বলেই দিলেন, পাওয়ার হিটিংয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের সামর্থ্য নেই। জানিয়ে দিলেন, বাংলাদেশের ব্যাটসম্যানরা চাইলেই আন্দ্রে রাসেল কিংবা কিয়েরন পোলার্ডের মতো পাওয়ার হিটার হতে পারবেন না।
‘দেখুন, আমরা বাংলাদেশি, আমরা কেউই পাওয়ার হিটার না। আমরা চাইলে আন্দ্রে রাসেল বা পোলার্ড হতে পারবো না। আমাদের সামর্থ্যের মধ্যে যেটুকু আছে তা দিয়ে যতটা উন্নতি করা যায়।’- মঙ্গলবার (২৬ জুলাই) সাংবাদিকদের এভাবেই কথাগুলো বলেছেন এই অলরাউন্ডার।
পাওয়ার হিটিং কোচের প্রয়োজনীয়তা রয়েছে বললেন মেহেদী, ‘হ্যাঁ পাওয়ার হিটিং কোচের দরকার। তবে আপনার যে স্কিল আছে, একে কোচ হয়তো ১০ শতাংশ এগিয়ে দেবে। কিন্তু ৩০ শতাংশকে ১০০ শতাংশে পৌঁছে দিতে পারবে না। আমরা জন্মগতভাবেই এরকম। রাতারাতি পরিবর্তন করা মনে হয় না সম্ভব।’
পাওয়ার হিটার না হলেও মার কাটারি ব্যাটসম্যান হিসেবে মেহেদী সুপরিচিত। দেশের হয়ে ৩৪ টি-টোয়েন্টিতে ১০২ স্ট্রাইকরেটে করেছেন ২২২ রান। ওপেনিং হতে শুরু করে তিন-চারেও ব্যাটিং করেছেন। তবে সবচেয়ে বেশি ব্যাটিং করেন আট নম্বর পজিশনে। চার-ছক্কা মেরে ইনিংস শুরু করলেও দীর্ঘ করতে পারেননি। সর্বোচ্চ অপরাজিত ৩০।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সফল না হলেও মেহেদী ঘরোয়াতে বেশ সফলই বলা যায়। ১২৫.২৫ স্ট্রাইকরেটে ৭৭ ইনিংসে করেছেন ১২৩৫ রান।
বাংলাদেশের ব্যাটসম্যান পাওয়ার হিটিংয়ে খুব একটা পারদর্শী নয়, এটা মানতে হবে বললেন মেহেদী, ‘আমরা প্রায় ১৫ বছরের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ফেলেছি। হলে আরও আগেই হয়ে যেত। যেহেতু হচ্ছে না, আমাদের এটা নিয়ে আরও কাজ করতে হবে। পাওয়ার হিটিংয়ের কথা সবসময়ই আসে। কিন্তু এটা ঠিক না। আমাদের সামর্থ্যের বাইরে চাইলেও করতে পারবো না। এটা আপনাদের সবাইকে বিশ্বাস করতে হবে।’