সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহ্হাব মিঞাই এখন প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
শনিবার বিকেলে গুলশানে তার নিজ বাসায় সাংবাদিকদের এ কথা জানান তিনি। প্রধান বিচারপতির পদত্যাগে কোনো শূন্যতা সৃষ্টি হয়নি বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী।
এ সময় বিএনপি নেতাদের ইঙ্গিত করে আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতির পদত্যাগের জন্য বিদেশে তো আমরা পিস কিপিং ফোর্স পাঠাইনি…পাঠিয়েছি? সুতরাং এগুলো হচ্ছে অবাস্তব বক্তব্য। যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চান, তারা হয়তো এসব কথা বলেন। আমি তাদের শুধু বলব, পানি অত্যন্ত স্বচ্ছ, সেখানে মাছ শিকার করার কোনো উপায় নেই।
ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীনদের তোপের মুখে গত অক্টোবরে প্রধান বিচারপতি ছুটিতে যান। এরপর বিএনপি অভিযোগ করেছিল, তাকে জোর করে ছুটি দিয়ে বিদেশ যেতে বাধ্য করা হয়েছে। শনিবার এসকে সিনহার পদত্যাগের খবর আসার পরও বিএনপি নেতারা অভিযোগ করেছেন, বিচারপতি সিনহাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে।
জবাবে আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি নিজে অসুস্থতার কারণে প্রথমে ছুটি নিয়েছেন। তারপরে আমিও হতভম্ব হয়েছি যে তিনি বললেন, আমি (প্রধান বিচারপতি) সুস্থ। এরপর তিনি বিদেশ চলে গেলেন। বিদেশ থেকে তিনি (পদত্যাগ)পত্র পাঠিয়েছেন। সেখানে তো জোর করার সুযোগ নেই।