আবু সাঈদ হত্যা মামলায় ২১ পুলিশ সদস্য গ্রেফতার: আইজিপি

নিউজ ডেস্ক :
রংপুরে আবু সাঈদ হত্যা মামলায় এখন পর্যন্ত ২১ পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে রংপুরে সাংবাদিকদের এ তথ্য জানা তিনি।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেন আইজিপি।

আরও পড়ুন: আবু সাঈদ না থাকলেও স্নাতকের ফলাফলে রয়ে গেল তার নাম

বেলা ১১টার দিকে রংপুরের পীরগঞ্জে মদনখালী ইউনিয়নের জাফরপাড়ার বাবনপুর গ্রামে যান তিনি। পরে আবু সাঈদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মো. ময়নুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমসহ রংপুর জেলা ও মহানগর পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধতিন দিনের কর্মসূচি ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের
পরবর্তী নিবন্ধইসরায়েলি হামলায় ইরানের ২ সেনা নিহত