আবু তাহের ভূঁইয়া সভাপতি আরিফুর সম্পাদক

 

ফেনী প্রেস ক্লাব কার্যকরী পরিষদ-২০২০ গঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টের কনফারেন্স হলে ফেনী প্রেস ক্লাব সভাপতি আসাদুজ্জামান দারার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল রাসেলে’র সঞ্চালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিনা প্রতিদ্বন্ধিতায় মুহাম্মদ আবু তাহের ভুইয়া কে (ডেইলি অবজারভার, ডিবিসি নিউজ, সাপ্তাহিক বর্ণমালা) সভাপতি ও মুহাম্মদ আরিফুর রহমানকে (যমুনা টিভি, দৈনিক আমাদের সময়) সাধারণ সম্পাদক ও অপরাপর পদে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি নির্বাচিত হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি কামাল উদ্দিন ভূঞা (সাপ্তাহিক ফেনীর গৌরব), যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুহিববুল্লাহ ফরহাদ (বাংলাদেশ টুডে, সাপ্তাহিক ফেনী সমাচার), কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল-মামুন (দ্য ডেইলী সান, সাপ্তাহিক কলকন্ঠ, ডেইলী বাংলাদেশ), দপ্তর ও প্রচার সম্পাদক নজির আহম্মদ রতন (নিউজ ২৪)।

কার্যকরী পরিষদের সদস্যরা হলেন- নুরুল করিম মজুমদার (সাপ্তাহিক হকার্স), মীর হোসেন মীরু (সাপ্তাহিক ফেনী বার্তা), আবু তাহের (দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার), বখতেয়ার ইসলাম মুন্না (সময় টিভি), রবিউল হক রবি (চ্যানেল আই, রেডিও টুডে, সাপ্তাহিক ফেনী খবর), শওকত মাহমুদ (বিটিভি, দৈনিক অজেয় বাংলা, সাপ্তাহিক নবকিরণ)।

সাধারণ পরিষদ সদস্যরা হলেন- জমির উদ্দিন বেগ (বাংলাদেশ প্রতিদিন, মাছরাঙ্গা টিভি), মাইনুল রাসেল (এসএ টিভি), নাজমুল হক শামীম (দৈনিক মানবজমিন, বিডি নিউজ), নজরুল ইসলাম রঞ্জু (একুশে টিভি)। এছাড়া সভায় আতিয়ার সজল (সময় টিভি), শাহজালাল ভূঞা (দৈনিক আমাদের অর্থনীতি), রাশেদুল হাসান (দৈনিক দেশ রুপান্তর, জাগো নিউজ) কে সাধারণ পরিষদে নতুন সদস্য পদ দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সহযোগী সদস্য সৌরভ পাটোয়ারী (দৈনিক বাংলাদেশের খবর, সাপ্তাহিক ফেনীর তালাশ), এম. এমরান পাটোয়ারী (দৈনিক আমাদের নতুন সময়), মোস্তফা কামাল বুলবুল (সাপ্তাহিক ফেনী টাইমস), শাবিহ মাহমুদ (দৈনিক সংবাদ), আমজাদুর রহমান রুবেল (সাপ্তাহিক ফেনী সমাচার), সুরঞ্জিত নাগ (দৈনিক ভোরের ডাক), শেখ আশিকুন্নবী সজীব (দৈনিক অজেয় বাংলা), জুলহাস তালুকদার (সময় টিভি), দুলাল তালুকদার (ডিবিসি, চ্যানেল আই), মীর হোসেন রাসেল (সময় টিভি), সোলায়মান হাজারী ডালিম (বাংলা নিউজ ২৪ ডট কম), মো. সায়েম (সাপ্তাহিক হকার্স)।

একই দিন ৩১ ডিসেম্বর নব নির্বাচিত কমিটির কাছে বিদায়ী কমিটি আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর করেন। এদিকে সভায় প্রয়াত সাংবাদিক খলিলুর রহমান ও জিয়া হায়দার স্বপনের মৃত্যুতে শোক প্রস্তাব করেন ক্লাবের সভাপতি, পরে তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সাংবাদিক কামাল উদ্দিন ভূঞা।

পূর্ববর্তী নিবন্ধজিপিএ-৫ তুলে দেওয়ার পরিকল্পনা হচ্ছে: শিক্ষামন্ত্রী
পরবর্তী নিবন্ধপর্দা উঠল বাণিজ্যমেলার