পপুলার২৪নিউজ প্রতিবেদক:
শ্বাসপ্রশ্বাসে অসুবিধা অনুভব করায় গতকাল (রোববার) দুপুরে বাংলা সাহিত্যের এই জীবন্ত কিংবদন্তিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন জরুরী বিভাগের চিকিৎসাধীনে আছেন বলে জানিয়েছেন কবি আবদুল মান্নান। বাংলা কবিতার জনপ্রিয় এই কবি দীর্ঘদিন ধরেই চোখ, কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। এ সকল সমস্যা নিয়ে এর আগে কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে ।
হেলাল হাফিজ বিগত কয়েক বছর ধরে তোপখানা রোডের একটি হোটেলে বসবাস করে আসছেন। কবি হেলাল হাফিজের সুস্থতার জন্যে কবির স্বজনদের পক্ষ থেকে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাওয়া হয়েছে।
অল্প লিখে অসম্ভব রকমের জনপ্রিয়তা পাওয়া একজন কবি হেলাল হাফিজ। প্রথম কবিতার বই ‘যে জলে আগুন জ্বলে’ দিয়েই তুমুল জনপ্রিয়তা পান তিনি। ১৯৮৬ সালে প্রকাশিত হওয়ার পর বইটির অসংখ্য সংস্করণ হয়েছে। ২৬ বছর পর ২০১২ সালে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘কবিতা একাত্তর’ প্রকাশিত হয়।
হেলাল হাফিজের অন্যতম জনপ্রিয় কবিতা ‘নিষিদ্ধ সম্পাদকীয়’ কবিতার দুটি পঙক্তি ‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’ এখনও কবিতামোদী ও সাধারণ পাঠকের মুখে মুখে উচ্চারিত হয়ে থাকে।
১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায় জন্ম নেন প্রতিভাবান কবি হেলাল হাফিজ। তার বাবা খোরশেদ আলী তালুকদার আর মা কোকিলা বেগম। ১৯৬৫ সালে নেত্রকোনা থেকে এসএসসি এবং ১৯৬৭ সালে এইচএসসি পাস করে ওই বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় ১৯৭২ সালে তিনি তৎকালীন জাতীয় সংবাদপত্র দৈনিক পূর্বদেশে সাংবাদিকতা শুরু করেন। ১৯৭৫ সাল পর্যন্ত তিনি ছিলেন দৈনিক পূর্বদেশের সাহিত্য সম্পাদক, ১৯৭৬ সালের শেষ দিকে তিনি দৈনিক দেশ পত্রিকার সাহিত্য সম্পাদক পদে যোগদান করেন। সর্বশেষ তিনি দৈনিক যুগান্তরে কর্মরত ছিলেন। ২০১৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন।