আবারও যুক্তরাষ্ট্রে একদিনে ৪ লাখ শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে

অান্তর্জাতিক ডেস্ক : একদিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ফের ৪ লাখ ছাড়িয়ে গেছে। শেষ ২৪ ঘণ্টায় সেখানে ৪ লাখ ২২ হাজার ৫৪৫ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি মিলেছে।

এই সময়ে সারাবিশ্বে নতুন করে ১৩ লাখ ৫১ হাজার ২৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৪ হাজার ৪৬৮ জনের।

ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত দেশটিতে ৪ লাখের বেশি সংক্রমণের পাশাপাশি মৃত্যু হয়েছে ৭৩৭ জনের।

এর একদিন আগে বছরের প্রথমদিন যুক্তরাষ্ট্রে করোনা শনাক্ত হয় ৪ লাখ ৬২ হাজার ২৬৩ জন। ওইদিন মৃত্যু হয় ৪৫৪ জনের। পরেরদিন ২ জানুয়ারি সংক্রমণ কিছুটা কমে হয় ৩ লাখ ৮৬ হাজার ২৭১ জন এবং মৃত্যু হয় ৩৮৫ জনের।

গত বছর ২৯ ডিসেম্বর দেশটির সর্বোচ্চ শনাক্তের নতুন রেকর্ড হয়েছিল ৩ লাখ ১২ হাজার ৯৩৯ জন। তবে সব রেকর্ড ছাড়িয়ে যায় ৩০ ডিসেম্বর। ওইদিন শনাক্ত হয় ৫ লাখ ৮৮ হাজার ৩৫২ জন। মৃত্যু হয় ১ হাজার ৬৩৪।

সব মিলিয়ে এখন পর্যন্ত দেশটিতে ৫ কোটি ৭১ লাখ ১৪ হাজার ৪৬২ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৮ লাখ ৪৮ হাজার ৮৫৫ জনের।

দুই বছর আগে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর বিশ্বে ৫৪ লাখ ৬৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত শনাক্ত হয়েছে ২৯ কোটি ২৯ লাখের বেশি আর সুস্থ হয়েছে ২৫ কোটি ৫৩ লাখ মানুষ।

পূর্ববর্তী নিবন্ধছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষ, লেখক-জয় আহত
পরবর্তী নিবন্ধআরও বাড়বে শীত, ৬ জেলায় বইছে শৈত্যপ্রবাহ