আবরার হত্যা মামলার রায় দুপুর ১২টায়

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ রোববার। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান দুপুর ১২টার দিকে এ রায় ঘোষণা করবেন। নৃশংস এ হত্যাকাণ্ডের প্রায় ২৬ মাস পর চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করা হবে।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর আবু আব্দুল্লাহ ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

নৃশংস হত্যাকাণ্ডের শিকার আবরার ফাহাদের পরিবার সব আসামির মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছেন। আজ রায় ঘোষণার সময় আবরারের বাবা বরকত উল্লাহ ও ছোট ভাই আবরার ফাইয়াজ আদালতে উপস্থিত থাকবেন। তবে হত্যাকারীদের মুখ দেখতে চান না বলে আদালতে উপস্থিত থাকবেন না তার মা রোকেয়া খাতুন।

জানা গেছে, গত ১৪ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন। এর আগে গত ২৪ অক্টোবর রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল যুক্তিতর্ক উপস্থাপনে পলাতক তিন আসামিসহ ২৫ জনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন।

আলোচিত এ মামলার রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর প্রশান্ত কুমার কর্মকার বলেন, ‘আবরার হত্যা মামলায় সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ২৫ জন আসামির বিরুদ্ধে আমরা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। রায়ে সব আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করছি।’

আসামিপক্ষের আইনজীবী আমিনুল গনি টিটু বলেন, ‘আবরার হত্যা মামলায় আসামিদের রাজনৈতিক পরিচয় তদন্তে উদঘাটন হয়নি। তদন্তে মূল ছাত্রলীগ কর্মীদের বের করে দেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা তদন্তে ফরমায়েশি হুকুম পালন করেছেন। সব কিছু বিবেচনায় সঠিক বিচার হলে আসামিরা খালাস পাবেন।’

এদিকে, আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছে আবরার ফাহাদের পরিবার। আবরারের বাবা বরকত উল্লাহ ও মা রোকেয়া খাতুন জাগো নিউজকে বলেন, ‘আবরারকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল। সেই স্বপ্ন ওরা (আসামিরা) ভেঙে দিয়েছে। আবরাকে হারিয়ে আমরা নিঃস্ব হয়ে পড়েছি। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এভাবে যেন কোনো মায়ের বুক খালি না হয়। মামলার ২৫ আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করছি।’

আদালত সূত্রে গেছে, গত ১৪ সেপ্টেম্বর বিচারক আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ ও ৪৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ পড়ে শোনান। এসময় বিচারক তাদের প্রশ্ন করেন, আপনারা দোষী না নির্দোষ? উত্তরে তারা নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন। এরপর আদালত যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন।

গত ৮ সেপ্টেম্বর আদালতে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল। তবে রাষ্ট্রপক্ষ পুনরায় অভিযোগ গঠন শুনানির জন্য আবেদন করে। এরপর আদালত আবেদন মঞ্জুর করে আসামিদের বিরুদ্ধে পুনরায় অভিযোগ গঠন করেন।

গত বছর অর্থাৎ ২০২০ সালের ৫ অক্টোবর এ মামলার বাদী ও আবরারের বাবা বরকত উল্লাহ আদালতে সাক্ষ্য দেন। এরমধ্য দিয়ে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। পরে ২৪ জানুয়ারি তদন্ত কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান মামলার শেষ সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেন।

গত ৪ মার্চ তদন্ত কর্মকর্তার জেরার মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এসময় আদালত আত্মপক্ষ সমর্থনের জন্য ১৪ মার্চ দিন ধার্য করেন।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বে করোনায় আরও ৫৩৭৬ জনের মৃত্যু, শনাক্ত পৌনে ৫ লাখ
পরবর্তী নিবন্ধতৃতীয় ধাপে এক হাজার ইউপিতে ভোটগ্রহণ চলছে