আফ্রিদির ঘূর্ণিতে চরম বিপর্যয়ে সিলেট

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

বিপিএলের ঢাকা পর্বের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়েছে সিলেট সিক্সার্স।

শনিবার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ১৩ ওভারে ৯ উইকেট হারিয়ে সিলেটের সংগ্রহ ৫৩ রান।

দলের দ্বিতীয় ওভারেই বিদায় নেন থারাঙ্গা। সেই থেকে আসা যাওয়ার মিছিল চলছে। ঢাকার পক্ষে প্রথম ম্যাচ খেলতে নেমেই বাজিমাত করেছেন। আফ্রিদি চার ওভারে ১২ রান দিয়ে ৪ উইকেট নিয়ে সিলেটের মেরুদণ্ড ভেঙে দেন।

সিলেট সিক্সার্স একাদশ:
উপল থারাঙ্গা, ধানুষ্কা গুনাথালিকা, সাব্বির রহমান, নাসির হোসেন (অধিনায়ক), রস হুইটলি, নুরুল হাসান, টিম ব্রেসনান, আবুল হাসান, তাইজুল ইসলাম, ওয়ানডু হাসারাঙ্গা ও মোহাম্মদ শরীফ।

ঢাকা ডায়নাইমাটসের একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, আবু হায়দার রনি, জহুরুল ইসলাম, শহীদ আফ্রিদি, সুনিল নারিন, মোহাম্মদ শহীদ, খালেদ আহমেদ, কাইরন পোলার্ড, ক্যামেরন ডেলপোর্ট, এভিন লুইস।

পূর্ববর্তী নিবন্ধআব্দুল ওয়াহ্হাব মিঞাই প্রধান বিচারপতি
পরবর্তী নিবন্ধনির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপ নয়: তোফায়েল