আন্তর্জাতিক ডেস্ক :
আফগানিস্তানের পূর্ব ওয়ার্দাক প্রদেশ এবং পশ্চিম হেরাত প্রদেশে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ জন যাত্রী প্রাণ হারিয়েছেন। এতে আহত হয়েছে আরও ৮ জন।
শুক্রবার (১২ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার (১৩ অক্টোবর) এ তথ্য জানায় চীনা বার্তা সংস্থা সিনহুয়া।
প্রাদেশিক পুলিশের মুখপাত্র মোহাম্মদ ইউসুফ আসরার বলেছেন, রাজধানী কাবুলকে দক্ষিণ কান্দাহার প্রদেশের সঙ্গে সংযোগকারী মহাসড়কের পাশে ওয়ার্দাকের সায়দাবাদ জেলায় শুক্রবার সন্ধ্যায় একটি গাড়ির কচ্ছপ উল্টে গেলে নারী ও শিশুসহ তিনজন নিহত ও সাতজন আহত হয়েছেন।
আসরার মতে, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।
অপরদিকে প্রাদেশিক পুলিশ জানিয়েছে হেরাত প্রদেশের ইসলাম কালা হাইওয়েতে ঘটে যাওয়া একই ধরনের ঘটনায় ঘটনাস্থলেই ৩ জন নিহত এবং একজন আহত হয়েছে।
স্থানীয় পুলিশের মতে, আফগানিস্তানে এই ধরনের দুর্ঘটনা প্রায়ই খারাপ রাস্তার অবস্থা, চালকদের বেপরোয়াতা বা ভ্রমণের সময় নিরাপত্তা ব্যবস্থার কারণে হয়ে থাকে।