আফগানিস্তানে মার্কিন বাহিনীর অভিযানে ২২ বেসামরিক নিহত

পপুলার২৪নিউজ ডেস্ক:

আফগানিস্তানে মার্কিন জোটের হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছে। রবিবার একথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তারা জানায়, গত সপ্তাহে হেলমন্দ প্রদেশে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের যৌথ অভিযানে নারী ও শিশুসহ অন্তত ২২ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
হেলমন্দের নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর মুখপাত্র জাবার কাহরামান বলেন, তালেবানের বিরুদ্ধে এই অভিযানে এক পরিবারেরই ১৩ জন নিহত হন। আরেক পরিবারের মারা যান ৯ জন।
তিনি বলেন, ‘আমরা বেসামরিক নাগরিকদের মৃত্যুর কথা শুনে খুবই মর্মাহত। তালেবানরা তাদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে। ’
মার্কিন নৌবাহিনী ক্যাপ্টেন বিল সালভিন বলেন, আমরা খতিয়ে দেখছি মার্কিন বিমান হামলায় কোনো বেসামরিক নাগরিক মারা গেছে কিনা।
এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আফগানিস্তানের জাতিসংঘ মিশন। এই বিষয়ে সুষ্ঠু তদন্তের আহ্বান জানায় তারা।

পূর্ববর্তী নিবন্ধমুন্সীগঞ্জে পুলিশের ‘ক্রসফায়ারে’ শীর্ষ সন্ত্রাসী নিহত
পরবর্তী নিবন্ধএকুশে পদক পাচ্ছেন ১৭ জন