আফগানিস্তানে নির্বাচনী র‌্যালিতে হামলায় নিহত ১৩

পপুলার২৪নিউজ ডেস্ক:

আফগানিস্তানে নির্বাচনী র‌্যালিতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২৫ জন।

মঙ্গলবার দেশটির নাঙ্গারহার প্রদেশে এ ঘটনা ঘটে। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খগয়ানি বলেন, পূর্বাঞ্চলীয় নাঙ্গারহার প্রদেশের সংসদীয় প্রার্থী নাসির মোহাম্মদের সমর্থকদের র‌্যালিতে এক জঙ্গি আত্মঘাতী এই হামলা চালায়।

বিবিসি জানিয়েছে, ২০ অক্টোবর দেশটির বহুল প্রতীক্ষিত সংসদীয় নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণার জন্য র‌্যালিটি হচ্ছিল।

প্রত্যক্ষদর্শী সাঈদ হুমায়ুন বলেন, ‘সমাবেশে জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেয়ার সময় আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটে। আমি জ্ঞান হারিয়ে ফেলি। কিছুক্ষণ পর চোখ খুলে দেখি চারপাশে বিক্ষিপ্ত অবস্থায় লাশগুলো পড়ে আছে।’

পূর্ববর্তী নিবন্ধ‘সেক্স সিন বিদেশে হলে অসাধারণ, আর আমরা করলে খারাপ
পরবর্তী নিবন্ধসৌরভ গাঙ্গুলীর ঢাকের তালে নাচলেন নায়িকারা