আফগানিস্তানে নারী মানবাধিকার কর্মীকে গুলি করে হত্যা

পপুলার২৪নিউজ ডেস্ক:

আফগানিস্তানে কাপিসা প্রদেশের কহিস্তান জেলায় প্রখ্যাত এক নারী মানবাধিকার কর্মী ও তার ভাইকে অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হত্যার দায় স্বীকার করেনি। এ নিয়ে চলতি বছর সন্ত্রাসী হামলায় দেশটিতে ২৩ জন মানবাধিকার কর্মী প্রাণ হারালেন।

জেলার গভর্নর হামজা খান গণমাধ্যমকে বলেন, ফারেস্তা কুহিস্তানিকে লক্ষ্য করে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে  সঙ্গে থাকা  তার ছোট ভাইও গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

রাজধানী কাবুল থেকে ১২০ কিলোমিটার দূরে দেহ-এ নূর এলাকায় ওই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

এ ঘটনার আগের দিন কাবুলে বন্দুকধারী সন্ত্রাসীরা মো. ইউসুফ রাশিদ নামে এক নির্বাচন পর্যবেক্ষককে গুলি করে হত্যা করে।

গত মঙ্গলবার কাবুল কারাগারের মধ্যে বোমা হামলায় ৪ চিকিৎসকসহ ৫ জন নিহত হন। সম্প্রতি আফগান সরকার ও তালেবানের সঙ্গে শান্তি আলোচনার মধ্যেই সহিংসতার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে।

 

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
pinterest sharing button
linkedin sharing button
print sharing button
পূর্ববর্তী নিবন্ধবেড়েছে চালের দাম, কমছে আলু-পেঁয়াজ
পরবর্তী নিবন্ধ৩০ মুসলিম দেশকে চিঠি দিল হামাস