স্পোর্টস ডেস্ক : তালেবান সরকার ক্ষমতায় আসার পর আফগানিস্তানের নারী ক্রিকেট থমকে আছে। এই বিষয়টির ব্যাপারে সিদ্ধান্ত নিতে তৎপর হয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
আফগানিস্তানে নারী ক্রিকেটের ভবিষ্যত কি সেটা খতিয়ে দেখতে গেল বছরের নভেম্বরে আইসিসি একটি ‘ওয়ার্কিং গ্রুপ’ গঠন করেছিল। চলতি তারা আফগানিস্তানে নারী ক্রিকেটের ভবিষ্যত নিয়ে বিস্তারিত প্রতিবেদন জমা দিবে আইসিসির কাছে।
আইসিসি ওয়ার্কিং গ্রুপকে আফগানিস্তানে বর্তমানে নারী ক্রিকেটের অবস্থা ভালোভাবে পর্যবেক্ষণ ও খতিয়ে দেখে বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে বলেছিল।
ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান করা হয়েছিল অস্ট্রেলিয়ার ইমরান খাজাকে। এছাড়া আয়ারল্যান্ডের রস ম্যাককালাম, পাকিস্তানের রমিজ রাজা ও দক্ষিণ আফ্রিকার লওসন নাইদো সদস্য হিসেবে ছিলেন। তারা আফগানিস্তান ক্রিকেটের আগের ও বর্তমান কর্মকর্তাদের বিস্তারিত সাক্ষাৎকার নিয়েছেন। এরপর নিবিড়ভাবে আফগানিস্তানে নারী ক্রিকেট পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
আগামীকাল রোববার (১০ এপ্রিল) তারা আফগানিস্তানের নারী ক্রিকেটের ভবিষ্যত বিষয়ক তাদের বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে আইসিসির কাছে।