আফগানিস্তানে তালেবান হামলায় ১৪০ সৈন্য নিহত

পপুলার২৪নিউজ ডেস্ক:
সেনাবাহিনীর পোশাক পড়ে আফগানিস্তানের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে তালেবান। এতে অন্তত ১৪০ সৈন্য নিহত হয়েছে।

আফগানিস্তানের উত্তরাঞ্চলের বলাখ প্রদেশে মাজার-ই শরিফ শহরের সেনা ঘাঁটিতে শুক্রবার এ হামলা চালানো হয়। খবর এএফপি, বিবিসি ও আলজাজিরার।

আফগান সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, সৈনিকরা জুমার নামাজের জন্য সেনা ঘাঁটির বাইরে বের হচ্ছিলেন। এ সময় সেনা সদস্যদের মতোই পোশাক পড়ে হামলা চালানো হয়।

একই সময়ে আরেকটি দল ক্যান্টিনে থাকা সেনা সদস্যদের ওপর হামলা চালায়।

পরে এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে তালেবান জানিয়েছে, তাদের যোদ্ধারা আত্মঘাতী বিস্ফোরণের মাধ্যমে শুরুতেই ঘাঁটির প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলে।

মাজার-ই শরিফের ওই সেনা ঘাঁটিতে দিনের শেষভাগেও হামলাকারীদের সঙ্গে সেনাবহিনীর সংঘর্ষ হয়। এ সংঘর্ষে অন্তত ১০ জন তালেবান জঙ্গি নিহত হয়েছে।

এদিকে, সিরিয়ায় ইসলামিক স্টেট গ্রুপের একজন শীর্ষ নেতাকে হত্যার কথা জানিয়েছে পেন্টাগন।

পেন্টাগনের দাবি, তাদের কমান্ডো অভিযানে ইসলামিক স্টেটের খলিফা আবু বকর আল বাগদাদির একজন ঘনিষ্ঠ সহযোগী নিহত হয়েছে।

আবদুল রহমান আল উজবেকি নামের ওই ব্যক্তি সিরিয়ায় নিহত হন। তিনি ইংরেজি নববর্ষের রাতে ইস্তাম্বুলের একটি নৈশক্লাবে হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধঝিনাইদহে জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে আইনশৃংখলা বাহিনী
পরবর্তী নিবন্ধকিংবদন্তি সঙ্গীতশিল্পী লাকী আখন্দের প্রথম জানাজা অনুষ্ঠিত