আফগানিস্তানে জঙ্গি হামলায় নারী ও শিশুসহ নিহত ৫০

পপুলার২৪নিউজ ডেস্ক:
আফগানিস্তানের উত্তরে সার-ই-পুল প্রদেশের সিদ জেলায় জঙ্গি হামলায় বেসামরিক নারী ও শিশুসহ ৫০ জন নিহত হয়েছেন।

হামলার জন্যে তালেবান এবং আইএস উভয় জঙ্গি গোষ্ঠীকেই দায়ী করছে দেশটির সরকার।

অবশ্য, তালেবানেরন পক্ষ থেকে বেসামরিক নাগরিকদের হত্যার বিষয়টি নাকচ করে দেয়া হয়েছে। সরকার সমর্থিত মিলিশিয়া দলের ২৮ জন সদস্যকে হত্যার দায় স্বীকার করেছে তারা। খবর বিবিসি।

আফগানিস্তানের প্রাদেশিক গভর্নরের মূখপাত্র সংবাদমাধ্যমকে জানান যে, বেসামরিক নাগরিকদের এখানে অত্যন্ত নিষ্ঠুর ও অমানবিকভাবে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন যে, এই হামলার প্রথম লক্ষ্য ছিল একটি নিরাপত্তা চৌকি। যেটি স্থানীয় পুলিশ দ্বারাই নিয়ন্ত্রিত ছিল।

হামলায় আফগান নিরাপত্তা বাহিনীর ৭ জন সদস্যকেও হত্যা করা হয় এবং জনপদে ঢুকে নিরস্ত্র গ্রামবাসী নারী-পুরুশ ও শিশুদের হত্যা করা হয়েছে। এসময় বেশ কয়েকজন বিদ্রোহীও নিহত হয়েছেন বলে জানায় কর্তৃপক্ষ।

জঙ্গিদের এই হামলাকে মানবতাবিরোধী বলে নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানী।

তিনি এক বার্তায় জানান যে, আবারো সন্ত্রাসীরা বেসামরিক নারী ও শিশুদের হত্যা করেছে। তাদের এই বর্বর আইন মানবাধিকারের সরাসরি লংঘন এবং এটি একটি যুদ্ধাপরাধ।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানে মার্কিন বাহিনীর সহায়তা বাড়ানোর জন্যে সেখানে আরও সেনা ও পুলিশ সদস্য বৃদ্ধির বিষয় বিবেচনা করছেন।

সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে এ ধরনের হামলা বেড়ে গেছে। জাতিসংঘের হিসেবে এ বছরে এখন পর্যন্ত ১৬৬২জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এ ধরনের হামলায়।

পূর্ববর্তী নিবন্ধঝিনাইদহে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা ঘটনায় গ্রেফতার ৩
পরবর্তী নিবন্ধসিরাজগঞ্জে কলেজছাত্রীকে গলা কেটে হত্যা