আফগানিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন সাকিব

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

আসছে জুনের শুরুতে ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সেই উদ্দেশে গেল ২৯ মে দেশ ছাড়েন মাহমুদউল্লাহরা। আজ ছাড়লেন টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১০টায় জেট এয়ারলাইনসের একটি বিমানে চড়ে দিল্লির উদ্দেশে রওনা দেন তিনি।

২৯ মে স্কোয়াডের ১২ ক্রিকেটার ভারতে যান। তবে যাননি সাকিব ও তামিম ইকবাল। এ মুহূর্তে চ্যারিটি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্ব একাদশের হয়ে খেলতে লন্ডনে আছেন তামিম। সেখানে খেলে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

এদিকে আইপিএল খেলে ২৮ মে দেশে ফেরেন সাকিব। পরে পরিবারকে সময় দেন। দুদিনের বিরতির পর দলের সঙ্গে দেরাদুনে যোগ দেবেন তিনি।

ইনজুরির কারণে এ সিরিজে খেলতে পারছেন না এবারের আইপিএলে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করা আরেক ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। তার পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন আবুল হাসান রাজু। তিনি আগামীকাল (শুক্রবার) ভারতের উদ্দেশে রওনা দেবেন।

আগামী ৩ জুন গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। তিন ম্যাচ সিরিজে বাকি দুটি হবে ৫ ও ৭ জুন। সব ম্যাচই হবে ভারতের দেরাদুনে। প্রতিটি খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

বাংলাদেশ স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি এবং আবুল হাসান রাজু।

পূর্ববর্তী নিবন্ধ৫০ শীর্ষ তালেবান নেতাকে হত্যার দাবি যুক্তরাষ্ট্রের
পরবর্তী নিবন্ধরামপুরায় বেতন-ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ