পপুলার২৪নিউজ ডেস্ক:
আফগানিস্তানের হেলমন্দ প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। রবিবার দেশটির কর্মকর্তাদের বরাতে এমনটাই জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রদেশটির গভর্নরের মুখপাত্র ওমর জাওয়াক বলেন, হামলাকারী একটি সামরিক গাড়ির কাছে গিয়ে বিস্ফোরণ ঘটায়। নিহতদের মধ্যে তিনজন সেনা ও চারজন বেসামরিক নাগরিক ছিলেন।
ইতোমধ্যে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন তালেবান। তাদের মুখপাত্র কারী ইউসুফ আহমাদি দাবি করেন, তালেবানের হামলায় ৩৯ জন সেনা হতাহতের শিকার হয়েছেন।
তবে নিহতের প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। একেক সূত্র একেক রকম তথ্য জানাচ্ছে। প্রদেশের পুলিশ প্রধান আঘা নুর কেন্তজ বলেন, হামলায় ৫ সেনাসহ ৬ জন নিহ হয়েছেন। আর আহত হয়েছেন ২১জন।